#Quote

গাছের পাতায় জমে থাকা শিশির বিন্দুর চোখ জুড়ানো শোভা, খেজুরগাছে ঝোলে রসের হাঁড়ি পৌষ পার্বণে পিঠে পুলির আয়োজন আর তার সাথে নলেনগুড়ের পায়েস একেই বলে শীতকালের আয়েস।

Facebook
Twitter
More Quotes
কোন এক শীতের রাতে তোমার সাথে আমার হয়েছিল দেখা সেখানে আমি নিজেকে হারিয়ে ফেলেছিলাম
শীত যেন তার সমস্ত সঞ্চয় নিঃশেষে উজাড় করে দিয়ে ধারণ করে এক সর্বত্যাগী তাপসী মূর্তির। সে কুড়াতে জানে না, সংগ্রহ করতে জানে না, জানে শুধু ছড়িয়ে দিত,উড়িয়ে দিতে , বিলিয়ে দিতে। দুই চোখে তার এক বিষণ্ন প্রশান্তি; হাতে বরাভয়
শীতের নিরবতা শেষে ফাল্গুন আসে জীবনের নতুন সুর নিয়ে।
যে সবুজ বিন্দুটির আশায় ফোনের স্ক্রিনে তাকিয়ে পার করে ফেললাম শত শত ঘন্টা, সেটা যে আর কোনদিনই আমার জন্য জ্বলেনি।
শীতের চাদরে তোমায় জড়িয়ে নেব আমি আপন করে বারবার আমি শুধু পরি তোমার ওই চোখের চোখের প্রেমে।
এই সব শীতের রাতে আমার হৃদয়ে মৃত্যু আসে;
কুয়াশায় ছেয়ে থাকা শীতের সকাল প্রথম রোদের ছোঁয়ায়, ভালোবাসা মন রাঙায় হৃদয়ের ব্যাকুল প্রেম খোঁজে বিকেল।
ঘুম হতে জেগে দেখি শিশির-ঝরা ঘাসে, সারা রাতে সপন আমার মিঠেল রোদে হাসে। আমার সাথে করতে খেলা প্রবাদ হওয়া ভাই সরষে ফুলের পাঁপড়ি নাড়ি ডাকছে মোরে তাই।
হেমন্তকে অতিক্রম করে সমস্ত প্রকৃতিতে শীত যখন সাময়িক ভাবে অধিকার বিস্তার করে, তখন শীতকে মানুষ বরণ করে নেয়।
নিরানন্দের আবরণকে ফেলে শীতের সকাল কথা বলে এক প্রাণচঞ্চল নতুন জীবনের।