#Quote

এ ঘোর শ্রাবণ নিশি কাটে কেমনে হায়, রহি রহি সেই মুখ পড়িছে মনে॥ বিজলিতে সেই আঁখি চমকিছে থাকি থাকি, শিহরাতো এমনি সে বাহু-বাঁধনে॥ কদম-কেশরে ঝরে তারি স্মৃতি, ঝর ঝর বারি যেন তারি গীতি। হায় অভিমানি হায় পথচারী, ফিরে এসো ফিরে এসো তব ভবনে॥

Facebook
Twitter
More Quotes
অভিমান বেশী সময় বাঁচিয়ে রাখতে নেই, বহু বছর পর অভিমান ভাঙলে, গিয়ে দেখবে যার সাথে অভিমান সে আর নেই । হয়তো দূরে কোথায় ও হারিয়ে গেছে আর তখন Sorry বলার সুযোগ টুকু ও হারিয়ে যাবে ।
রাগ অভিমান করার পাশাপাশি ক্ষমা করাও শিখতে হয়..!! তাহলে ভালোবাসার সম্পর্ক গুলি টিকে থাকে।
এমন একজন মানুষ খুব দরকার যার উপর হাজার অভিমান করলেও সে আমার অভিমান ভাঙাতে কখনোই ক্লান্ত হয়ে পড়বে না।
ভালোবাসার মানুষের উপর.. অভিমান করা মানে, নিজের উপর অভিমান করা।
আমি যতোই অভিমান করি না কেন তোমার স্পর্শ পেলে মনের অভিমান সব হারিয়ে যায়।
অভিমান হল হৃদয়ের অতি গোপন প্রকোষ্ঠের ব্যাপার। যে কেউ সেখানে হাত ছোঁয়াতে পারে না। - সুনীল গঙ্গোপাধ্যায়
আমি অভিমান করি তুমি আমার কষ্ট বুঝবে বলে আমি দুরে খাকি তুমি আমাকে মিস করবে বলে।
ভেতরে ভেতরে অভিমান জমিয়ে রাখি! অথচ তুমি সামনে আসলে, অভিমানেরাও তোমায় ভালোবেসে ফেলে।
যে সত্যি তোমাকে ভালোবাসবে সে কখনোই তোমাকে ভুলে থাকতে পারবেনা। হয়তো অভিমান করে কথা বোলবেনা, তবু সে সারাক্ষন তোমাকেই মিস করবে।
হৃদয়ের নীল আকাশের বুকে এক টুকরো সাদা – কালো মেঘ – আজ শ্রাবণের বৃষ্টি হয়েই ঝরে !! তোমার ভালোবাসার ছল — ভিজিয়ে দিয়েছে হৃদয়ের আঁচল । আমার মনের মেঠো পথের ধারে – কান্নার ভিড়ে বেদনার সুর জেগে উঠে । আমার দু’চোখের দৃষ্টিতে – ভিজে যায় শ্রাবণের বৃষ্টিতে !! দেখেনা তো কেউ দু’নয়নের পানি – শুনেনা তো কেউ জীবনের বিষাদ কাহিনী – বুঝেনা তো কেউ হৃদয়ের আহত বানী । শুধু যন্ত্রণার আকাশের তুলিতে বৃষ্টি নামাই — নীপবনে অজানা স্বপ্ন সাজাই — !!