#Quote

সে কী জানে ভাংগা মনে লাগেনা ভালো গোপনে কতো যে ফাগুনে শরত্‍ এর বিকেলে ভিজে শ্রাবনে তুমি তো এলে না ফিরে আমার এ ভুবনে।

Facebook
Twitter
More Quotes
ফাগুন এসেছে, নতুন সুরে, নতুন গান গাইতে। 
তোমায় শোনাবো গান,, কণ্ঠে মেখেছি অনুরাগ….! ঝরা ফুল কুড়িয়েছি ফাগুনে ফাগুনে।
যখন তোমাকে দেখার তৃষ্ণা বেড়ে যায় বহুগুণ, আমার মনের আকাশে জাগে আরেক ফাগুন।
ফাগুন, হাওয়ায় হাওয়ায় করেছি যে দানঃ তোমার হাওয়ায় হাওয়ায় করেছি যে দানঃ আমার আপনহারা প্রাণ; আমার বাঁধন ছেঁড়া প্রাণ-রবীন্দ্রনাথ ঠাকুর
ওরে ভাই ফাগুন লেগেছে বনে বনে, ডালে ডালে ফুলে ফলে পাতায় পাতায় রে, আড়ালে আড়ালে কোণে কোণে ।
ও ফাগুন ঘুমায়ও না আর শীত এসে চলে গেল চুপিচুপি বলে গেল আর তো সময় নাই তব আঁখি মুদিবার।
বসন্তের ছোঁয়ায় রাঙে আকাশ, মনের বনে ফুলের বাতাস। ফাগুন হাওয়ায় রঙিন আলো, প্রেমের গানে বাজে তালো।
শ্রাবনের বৃষ্টি এসে জুড়িয়ে দিল জ্বালা বর্ষা এলো শুরু হলো মেঘ বৃষ্টির খেলা নব বর্ষায় ভিজলো সবাই ভিজলো সবার মন আর যে কিছু দিন পরেই হবে মায়ের আগমন ।
ওরে ভাই ফাগুন লেগেছে বনে বনে ডালে ডালে ফুলে ফলে পাতায় পাতায় রে, আড়ালে আড়ালে কোণে কোণে।
আমার দিনের প্রতিটি সেকেন্ড তোমাকে স্মরণ করে ভালোবাসা বৃদ্ধি করে আমি তোমাকে অনেক ভালোবাসি প্রিয়