#Quote

More Quotes
একদিন বেশ মেঘ করুক, বৃষ্টি নামুক বেশ জোরে! দুঃখ যত বিকিয়ে দেবো জলের সাথে, জলের দরে।
বৃষ্টি তুমি আরো কিছুক্ষন থাকো না আমার পাশে; শরীর মন জুড়িয়ে নেই একটু এক নিঃশ্বাসে।
ঝুম বৃষ্টির ছন্দে মেতে পাখিরা সব চুপ,,, ইচ্ছে করে বৃষ্টি জলে দেই না হয় ডুব!
নীল আকাশ ভাসছে দেখো; কালো মেঘের ভেলায়। এই বুঝি বৃষ্টি এলো; ভর দুপুর বেলায়।
চোখ তো মেঘ নয়, তবুও কেনো বৃষ্টি ঝরে!
বৃষ্টি তুমি ছুঁয়ে দাও তারে! প্রতিটা ফোঁটায় আমি অনুভব করি যারে।
ফুলের মতো প্রস্ফুটিত ছায়াছবি, বৃষ্টি-চুম্বন করা রাস্তাগুলো, মন্ত্রমুগ্ধ ঘন্টা, উপর থেকে তরল কবিতা, প্রকৃতির অন্তহীন ভালবাসার সনেট।
মেঘেদের ভিড়ে শুধুই তোমাকে ছুঁতে যাওয়া, জানি অতিনিম্ন সে প্রচেষ্টা, তবু বাড়ছে হৃদয়ে অতৃপ্তির মায়া।
বৃষ্টি যতোটা কাছে, ঠিক ততোটা কাছে আমি তোমাকে চাই।
পশ্চিমে মেঘ করে আসছে,মনের কোণে জমছে ধুলো ,ভেঙেচুরে দূরে দাঁড়িয়ে প্ৰেমিক মানুষ ,মাঝি তো পাল তোলেনি এখনও ,এই বুঝি কালবোশেখী আবছা করে দিল সব ,তুমিও সরে সরে যাচ্ছো ক্রমশ ,আমি তবু ঠায় দাঁড়িয়ে নিথর,নড়তে পারিনি এক পা’ ওবলতে পারিনি কিছু এ কূলে বসে আছি,কবে হব পারাপার তোমার পিছু পিছু?