#Quote

পরীক্ষার হল সে এক ট্রাজেডির নাম শুনলেই যেন গা ছমছম করে ওঠে

Facebook
Twitter
More Quotes
প্রেম কি ? প্রেম হলো একটা পরীক্ষা যেখানে পাশের চেয়ে বাঁশের হার বেশী ।
জীবনের প্রকৃত পরীক্ষা হল কঠিন সময়ে নিজেকে ধরে রাখা।
কষ্ট দিয়ে জীবন যখন পরীক্ষা নেয়, তখন সে আসলে তোমাকে আরও শক্তিশালী বানাতে চায়।
পরীক্ষার আগে বই দেখে মনে হয়, এতো পড়তে কে বলছে ভাই?
যাহার বাটীতে যাইতেছি, তাহার সহিত আমার কথনও চাক্ষুষ হয় নাই। তাহার নাম শুনিয়াছি, সুখ্যাতিও যথেষ্ট শুনিয়াছি ; সজ্জন বলিয়া তাহার প্রশংসা সকলেই করে। কিন্তু সে প্রশংসায় কর্ণপাত বড় করি নাই, কেন না বঙ্গবাসীমাত্রই সজ্জন; বঙ্গে কেবল প্রতিবাসীরাই দুরাত্মা, যাহা নিন্দা শুনা যায় তাহা কেবল প্রতিবাসীর। প্রতিবাসীরা পরশ্রীকাতর, দাম্ভিক, কলহপ্রিয়, লােভী, কৃপণ, বঞ্চক। তাহারা আপনাদের সন্তানকে ভাল কাপড়, ভাল জুতা পরায়, কেবল আমাদের সন্তানকে কাঁদাইবার জন্য। তাহারা আপনাদের পুত্রবধূকে উত্তম বস্ত্রালঙ্কার দেয়, কেবল আমাদের পুত্রবধূর মুখ ভার করাইবার নিমিত্ত। পাপিষ্ঠ প্রতিবাসীরা! যাহাদের প্রতিবাসী নাই, তাহাদের ক্রোধ নাই। তাহাদেরই নাম ঋষি। ঋষি কেবল প্রতিবাসি-পরিত্যাগী গৃহী। ঋষির আশ্রমপার্শ্বে প্রতিবাসী বসাও, তিন দিনের মধ্যে ঋষির ঋষিত্ব যাইবে। প্রথম দিন প্রতিবাসীর ছাগলে পুষ্পবৃক্ষ নিষ্পত্র করিবে। দ্বিতীয় দিনে প্রতিবাসীর গােরু আসিয়া কমণ্ডলু ভাঙ্গিবে, তৃতীয় দিনে প্রতিবাসীর গৃহিণী আসিয়া ঋষি-পত্নীকে অলঙ্কার দেখাইবে। তাহার পরই ঋষিকে ওকালতির পরীক্ষা দিতে হইবে, নতুবা ডেপুটি মাজিষ্ট্রেটীর দরখাস্ত করিতে হইবে।
শিখিবার কালে, বাড়িয়া উঠিবার সময়ে, প্রকৃতির সহায়তা নিতান্তই চাই। গাছপালা, স্বচ্ছ আকাশ, মুক্ত বায়ু, নির্মল জলাশয়, উদার দৃশ্য—ইহারা বেঞ্চি এবং বোর্ড, পুঁথি এবং পরীক্ষার চেয়ে কম আবশ্যক নয়। - রবীন্দ্রনাথ ঠাকুর
পরীক্ষার প্রশ্ন সিন করেও উত্তর দিই না! আর তুমি ভাবছো তোমার মেসেজের রিপ্লাই দেবো।
এইচএসসি পরীক্ষা কেন্দ্রে অভিভাবকদের চেয়ে বয়ফ্রেন্ডের সংখ্যা বেশি!
সময় এমন এক শিক্ষক যে আগে পরীক্ষা নিবে এবং পরে শিক্ষা দিবে।
মাঝেমধ্যে আমরা পরীক্ষা শেষ করি, আর মাঝে মাঝে পরীক্ষা আমাদের শেষ করে ফেলে।