#Quote

নবীনের বরণে প্রবীণের স্নেহ আর উচ্ছ্বাস দেখিতে পাইব, জানিবে জয়রথ সেই পথ দিয়াই যাত্রা করিবে। এবং এ বিষয়ে নিশ্চিত থাকিও। — শত্রুঘ্ন কুমার৷

Facebook
Twitter
More Quotes
এসো নবীন, গ্রহণ করো প্রভাতে রবির কর, প্রখর তাপ, প্রবল বর্ষণের তেজ, আলো আঁধারির খেলা। সকলকেই বরণ করিয়া লইতে হবে। দুঃখ ও আনন্দবোধের সীমারেখা দূর আকাশে ঠেলিয়া দাও। — সংগৃহীত ।
নবীনের সাথে মিলিয়া প্রবীণ গাহিব নূতনেরই গান। এসো ছায়াতলে, করিব বরণ হৃদয়ের মায়া তীরে — মাশরুর এনান।
এসো হে নবীন, এসো ভালোবাসার বাহুডোরে। পুষ্প ডালায় ভালোবাসা সাজানো থরে থরে, গ্রহণ করো। — সুকুমার চক্রবর্তী।
নবীণ, এসো হে রঙধনুর রঙ মেখে, আলোর নতুন সংকেত নিয়ে, সোনালি ডালায় বরণ করার জন্য আমরা প্রস্তুত, পদার্পণ করো — সংগৃহীত।
নবীনের সাথে মিলিয়া প্রবীণ গাহিব নূতনেরই গান।এসো ছায়াতলে,করিব বরণ হৃদয়ের মায়া তীরে।—মাশরুর এনান।
এসো নতুন করি বরণ,তোমাদের আগমনে ধন্য হোক এ ভুবন।–ডা.প্রদীপ কুমার রায় বাংলা কবিতা.কম
আজকের এই দিনেই আমরা সেই সম্পর্কের বন্ধনে আবদ্ধ হয়েছিলাম।
এসো হে নবীন – ভেদাভেদ ভুলে নবীন বা প্রবীন, সোনামাখা সোনালী বরণ ঢালায়, সাজিয়েছি আজ হে নবীন তোমাদেরি শুভেচ্ছায়। – রুনা লায়লা (বাংলা কবিতা.কম)
এসো নবীন,গ্রহণ করো প্রভাতে রবির কর,প্রখর তাপ, প্রবল বর্ষণের তেজ,আলো আঁধারির খেলা।সকলকেই বরণ করিয়া লইতে হবে। দুঃখ ও আনন্দবোধের সীমারেখা দূর আকাশে ঠেলিয়া দাও।—সংগৃহীত ।
এসো হে নবীন, এগিয়ে চল অবিরাম,অন্তহীন ভোরের সূর্যের প্রথম আলো, স্বপ্নডানা মেলে জয়ের অগ্নি হৃদয়ে ঢালো। -রুনা লায়লা বাংলা কবিতা.কম