#Quote
এবার আস নি তুমি বসন্তের আবেশ হিল্লোলে
পুষ্পদল চুমি,
এবার আস নি তুমি মর্মরিত কূজনে গুঞ্জনে—
ধন্য ধন্য তুমি!
রথচক্র ঘর্ঘরিয়া এসেছ বিজয়ীরাজ–সম
গর্বিত নির্ভয়—
বজ্রমন্ত্রে কী ঘোষিলে বুঝিলাম, নাহি বুঝিলাম,
জয় তব জয়!-রবীন্দ্রনাথ ঠাকুর
Facebook
Twitter
Join Telegram
More Quotes
এবার আস নি তুমি বসন্তের আবেশ হিল্লোলে পুষ্পদল চুমি, এবার আস নি তুমি মর্মরিত কূজনে গুঞ্জনে-- ধন্য ধন্য তুমি! রথচক্র ঘর্ঘরিয়া এসেছ বিজয়ীরাজ-সম গর্বিত নির্ভয়-- বজ্রমন্ত্রে কী ঘোষিলে বুঝিলাম, নাহি বুঝিলাম, জয় তব জয়! - রবীন্দ্রনাথ ঠাকুর
হে দুর্দম, হে নিশ্চিত, হে নূতন, নিষ্ঠুর নূতন, সহজ প্রবল, জীর্ণ পুষ্পদল যথা ধ্বংস ভ্রংশ করি চতুর্দিকে বাহিরায় ফল, পুরাতন পর্ণপুট দীর্ণ করি বিকীর্ণ করিয়া অপূর্ব আকারে তেমনি সবলে তুমি পরিপূর্ণ হয়েছ প্রকাশ— প্রণমি তোমারে।-রবীন্দ্রনাথ ঠাকুর
প্রকৃতি মানুষকে শান্তি দেয় এবং শান্তি অবলম্বন করে।-রবীন্দ্রনাথ ঠাকুর
প্রকৃতির সাথে তোমার প্রেম কর, তাহলে তোমার জীবন উন্নত হবে।-রবীন্দ্রনাথ ঠাকুর
প্রকৃতি শক্তির মড়ার মড়া এক অদ্ভুত দান।-রবীন্দ্রনাথ ঠাকুর
হে কুমার, হাস্যমুখে তোমার ধনুকে দাও টান ঝনন রনন, বক্ষের পঞ্জর ভেদি অন্তরেতে হউক কম্পিত সুতীব্র স্বনন। হে কিশোর, তুলে লও তোমার উদার জয়ভেরী, করহ আহ্বান। আমরা দাঁড়াব উঠি, আমরা ছুটিয়া বাহিরিব, অর্পিব পরান।-রবীন্দ্রনাথ ঠাকুর
সে পূর্ণ উদাত্ত ধ্বনি বেদগাথা সামমন্ত্রসম সরল গম্ভীর সমস্ত অন্তর হতে মুহূর্তে অখণ্ডমূর্তি ধরি হউক বাহির। নাহি তাহে দুঃখসুখ পুরাতন তাপ–পরিতাপ, কম্প লজ্জা ভয় শুধু তাহা সদ্যঃস্নাত ঋজু শুভ্র মুক্ত জীবনের জয়ধ্বনিময়।-রবীন্দ্রনাথ ঠাকুর
প্রকৃতির সৌন্দর্যের সকল বিভিন্ন বস্ত্র তোমার বাসনার উপকারী করা হবে।-রবীন্দ্রনাথ ঠাকুর
প্রকৃতির সাথে তোমার সাক্ষাৎকার হও, তুমি তোমার প্রাণের ভাষা বুঝতে পারবে।-রবীন্দ্রনাথ ঠাকুর
হেথায় বেলা, হোথায় চাঁপা শেফালি হোথা ফুটিয়ে ওদের কাছে মনের ব্যথা বল্ রে মুখ ফুটিয়ে॥ – রবীন্দ্রনাথ ঠাকুর