#Quote
More Quotes
বিয়ের পর যদি দেখেন আপনার স্বামী বা স্ত্রী অন্য ভালো কাজতো দূরের কথা, ঠিকমতো নামাজটাও পড়ছেনা, তাহলে তাকে দ্বীনের জ্ঞান দিন। না শুনলে আপনার সিদ্ধান্ত আপনিই নিন।
একজন মুসলিম নারীর স্বামী হচ্ছে তার পরনের কাপরের মত । কাপর যেমন তার লজ্জা ঢেকে রাখে স্বামী তাকে সকল বিপদ সমস্যা থেকে রক্ষা করে।
জামাই এর কি কি করা দরকার কিন্তু সে কি কি করেন বা করেনা বা বউ কি কি করেনা না দেখে, আগে দেখেন নিজে কতোটুকু করছেন।
কিছু মেয়ের আসা হাফেজ ছেলে বিয়ে করে, মৃত্যুর আগে হাফেজা হয়ে মরার।
একজন আদর্শ নারীই পারে তার সংসারকে স্বর্গ বানাতে। আর একজন অসৎ নারী পারে তার সংসারকে দোযখ বানাতে।
আল্লাহর কাছে সবচেয়ে অপ্রিয় হালাল তালাক( বিবাহবিচ্ছেদ)। - হযরত মুহাম্মাদ (স.)
বিচ্ছেদের উক্তি
বিচ্ছেদের ক্যাপশন
বিচ্ছেদের স্ট্যাটাস
আল্লাহ
সবচেয়ে
অপ্রিয়
হালাল
তালাক
বিবাহবিচ্ছেদ
হযরত মুহাম্মাদ (স.)
হালাল কর্মে কখনো লজ্জা করতে নেই, হোক সেটা রাজমিস্ত্রী কিংবা বাদামবিক্রি।
আমরা যে সৌন্দর্যকে ভালবাসি তা হতে দিন যা আমরা করি। হাঁটু গেড়ে মাটিতে চুম্বন করার শত শত উপায় আছে। – রুমি
সবচেয়ে বড় মিথ্যা হচ্ছে আল্লাহ ও তার রাসূল সা. এর ওপর আরোপ করা। এর শাস্তি ভয়াবহ, কেউ কেউ এ জাতীয় মিথ্যুককে কাফের পর্যন্ত বলেছেন। আল্লাহ তা‘আলা বলেন, ‘আর তোমাদের জিহ্বা দ্বারা বানানো মিথ্যার ওপর নির্ভর করে বলো না যে, এটা হালাল এবং এটা হারাম, আল্লাহর ওপর মিথ্যা রটানোর জন্য। নিশ্চয় যারা আল্লাহর নামে মিথ্যা রটায়, তারা সফল হবে না।
আমরা আগে সব সময় অন্যেরটা দেখি যে তোমার তো এটা করার কথা কিন্তু তুমি করোনা। কিন্তু নিজেও যে আরও কত দ্বায়িত্ব পালন করিনা না তা আমরা ভুলে যাই বা দেখিনা।