More Quotes by Sarat Chandra Chattopadhyay
তুমি রাগ করবে জানি, কেননা চিরকাল তুমি ভালোর সাথে মিশে ভালো দেখে, ভালো হয়েই আছো। কিন্তু আমার মতো ভালো মন্দ দেখে যদি পাকা হতে, তাহলে আমার এতো কথা বলার আবশ্যক হতো না। তোমার নিজের চোখেই অনেক জিনিস ধরা পড়তো। শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
হয়তো প্রশ্ন করবে, তবে কি এমন নিঃসঙ্গ জীবনই চিরদিন কাটাব? কিন্তু প্রশ্ন যাই হোক, এর জবাব দেওয়ার দায় আমার নয়, তোমার। - শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
আর এক কথা তোমাকে যে আমি বড় ভালোবাসিতাম তাহা আমার কোনো দিন মনে হয় নাই। আজিও তোমার জন্য আমার অন্তরের মধ্যে নিরতিশয় ক্লেশ বোধ করিতেছি না। শুধু এই আমার বড় দুঃখ যে,,,,, তুমি আমার জন্য কষ্ট পাইবে। চেষ্টা করিয়া আমাকে ভুলিও, এবং আন্তরিক আশির্বাদ করি, তুমি সফল হও। - শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
ভালবাসাটার মতো এতবড় শক্তি , এতবড় শিক্ষক সংসারে বুঝি আর নাই। ইহা পারে না এতবড় কাজও বুঝি কিছু নাই। - শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
সেচ্ছেয়া নেয়া দুঃখ ঐশ্বযর্য়ের মতই ভোগ করা যায়। - শরৎচন্দ্র চট্রোপাধ্যায়
মনে হয়, চঞ্চল এবং অস্হিরচিত্ত বলে স্ত্রীলোকের যত অখ্যাতি, ততখানি অখ্যাতির তারা যোগ্য নয়। অখ্যাতি করতেও তোমরা, সুখ্যাতি করতেও তোমরা। তোমাদের যা বলবার - অনায়াসে বল; কিন্তু তারা তা পারেনা। নিজের মনের কথা প্রকাশ করতে পারেনা; পারলেও তা সবাই বোঝে না। কেন না, বড় অস্পষ্ট হয় - তোমাদের মুখের কাছে চাপা পড়ে যায়। তারপরে অখ্যাতিটাই লোকের মুখে স্পষ্টতর হয়ে ওঠে। - শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
কাল যে ছিল,আজ সে নাই; আজও যে ছিল,তাহারো ঐ নশ্বর দেহ টা ধীরে ধীরে ভস্মসাৎ হইতেছে, আর তাহাকে চেনাই যায় না; অথচ, এই দেহ টাকে আশ্রয় করিয়া কত আশা,কত আকাঙ্ক্ষা,কত ভয়,কত ভাবনাই না ছিল। কোথায় গেল? এক নিমিষে কোথায় অন্তর্হিত হইল?তবে কি তার দাম?মরিতেই বা কতক্ষন লাগে। - শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
বাধাঁ গরু অনাহারে দাড়িয়ে মরতে দেখেছ? সে দাড়িয়ে মরে তবু সে জীর্ণদড়িটা ছিড়ে ফেলে মনিবের শান্তি নষ্ট করেনা। - শরৎচন্দ্র চট্রোপাধ্যায়
কিন্তু যা কিছু লোভের জিনিস - যখন ইচ্ছে করেই ত্যাগ করেচি, তখন আর আমার ভয় নেই। হঠাৎ যদি ঝোঁকের ওপর ছাড়তাম তাহলে হয়তো সাবধান হবার আবশ্যক ছিলো। কিন্তু এতোদিনের মধ্যে একটা দিনও তো আমাকে অনুতাপ করতে হয়নি? আমি যে বেশ সুখে আছি। - শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
কপালের যেখানটায় বসন্তের দাগ ছিল; সবাই চোখ ফিরিয়ে নিত ঘেন্নায়! সেখানটায় চুমো খেয়ে বুঝিয়ে দিতে হয় ভালোবাসা জিনিসটা সবার জন্য আসেনি। - শরৎচন্দ্র চট্টোপাধ্যায়