#Quote
More Quotes
কেউ আমাকে পছন্দ না করলেও, আল্লাহ আমাকে ভালোবেসেই সৃষ্টি করেছেন।
চাওয়া যখন আল্লাহর কাছে•••-পাওয়া তখন নিশ্চিত••
মহান আল্লাহ তায়ালা সমস্ত সৌন্দর্য দিয়ে যেন তোমাকে তার নিজ হাতে গড়েছে, তোমার বাহ্যিক সৌন্দর্যের চেয়েও হাজার গুনে তোমার আত্মিক সৌন্দর্য বেশি হয়। আর বাকিটা জীবন সবসময় সঠিক পথে থেকো, শুভ কামনা রইলো।
রাসূলুল্লাহ (সাঃ) বলেছেন, হারানো সন্তান খুঁজে পেলে মা যেমন খুশি হয় , তেমনি আল্লাহর পাপী বান্দা তওবা করলে আল্লাহ তার চেয়ে বেশি খুশি হন । -,আল হাদিস
কত দোয়ার পরে আজকেই এই দিনে, তুমি আমাদের ঘর আলোকিত করে আমাদের ঘরে আল্লাহ তোমাকে পাঠিছেন। জন্মদিনের শুভেচ্ছা নিও তোমার বাবার পক্ষ থেকে।
এমন মানুষদের মধ্যে থাকুন যারা আপনাকে আল্লাহর কথা মনে করিয়ে দিবে। – ড. বিলাল ফিলিপ্স
আল্লাহ”বলেছেন যে ব্যক্তি আমার ভয়ে ১ ফোটা চোখের পানি ফেলবে আমি আল্লাহ তার জন্য জাহান্নামের আগুন হারাম করে দিবে
অবশ্যই আল্লাহ তাকে সাহায্য করেন যিনি তার পরস্পর সকল ভাইকে সাহায্য করে।
ভালোবাসা তখনই পূর্ণতা পায়, যখন তা আল্লাহর জন্য হয় এবং আল্লাহর নির্দেশ অনুযায়ী পরিচালিত হয়!!
শবে বরাত – ঐক্য ও সংহতির রাত, সকলের সাথে ঐক্যবদ্ধ হয়ে আল্লাহর রহমত কামনা করি।