#Quote
More Quotes
যে ব্যক্তি উত্তম স্ত্রী পায়, সে আল্লাহর সবচেয়ে বড় নিয়ামত লাভ করে।
যারা এই গরমেও হিজাব, নিকাব পরে; আল্লাহ তাদের এমন দিন ছায়া দিবে, যেদিন তাঁর ছায়া ব্যতীত অন্য কোনো ছায়া ই বিরাজমান থাকবে না। -আবিদা
রমজান মাসে বেশি বেশি দান করলে অধিক হারে সওয়াব হয় ও আল্লাহর রহমত পাওয়া যায়।
আল্লাহর এই অনুগ্রহের জন্য আমার লাখো কোটি শুক্রিয়া।
মহান আল্লাহ তায়ালা সমস্ত সৌন্দর্য দিয়ে যেন তোমাকে তার নিজ হাতে গড়েছে, তোমার বাহ্যিক সৌন্দর্যের চেয়েও হাজার গুনে তোমার আত্মিক সৌন্দর্য বেশি হয়। আর বাকিটা জীবন সবসময় সঠিক পথে থেকো, শুভ কামনা রইলো।
শবে বরাত – অনুশোচনার রাত, আপনার ভুলত্রুটির জন্য অনুশোচনা করুন, আল্লাহর কাছে ক্ষমা চাই।
রমজান আল্লাহ ও বান্দার মাঝে নিতান্ত গোপন ইবাদত তাই এর মাধ্যমে আল্লাহ ও বান্দার মাঝে সম্পর্ক দৃঢ়তর হয়।
কোরআন তেলাওয়াত ও দোয়া-দরুদ পড়ে আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করি।
আমায় রাখবেন কি, আপনার মোনাজাতে? কোনও এক রাতে আল্লাহ যদি তার মেহমান করে আমাকে নিয়ে যাই। কতটাই কষ্ট পাবে।!
নিশ্চয় আল্লাহ সুন্দর, তিনি সৌন্দর্য ভালোবাসেন, অহংকার হচ্ছে, সত্যকে প্রত্যাখ্যান করা ও মানুষকে তুচ্ছজ্ঞান করা।