#Quote

আল্লাহ বলেন -তোমাদের মধ্যে আল্লাহর কাছে সেই অধিক মর্যাদাসম্পন্ন যে তোমাদের মধ্যে অধিক তাকওয়া সম্পন্ন। নিশ্চয় আল্লাহ তো সর্বজ্ঞ, সম্যক অবহিত। (সুরা হুজরাত আয়াত-১৩)

Facebook
Twitter
More Quotes
সৃষ্টি কর্তা মহান আল্লাহ পাক রাব্বুল আলামীনের কাছে অনেক অনেক শুকরিয়া, আরো একটি বছর তোমাকে এই সুন্দর ভুবন দেখার তৌফিক দান করেছেন, যতদিন তুমি বেঁচে থাকবে আল্লাহ তোমাকে তার তার পথে চলার তৌফিক দান করুক” আমীন
মসজিদের আলিঙ্গনে নির্জনতার ছায়া, নিঃসঙ্গতা ফিসফিস করে, আল্লাহর অনুগ্রহ চায়। একটি একাকী হৃদয়, সুজুদ ধনুকের মধ্যে, মসজিদের শান্তিতে বিশ্বাসের উদ্রেক হয়।
নিশ্চয়ই আল্লাহ তা’আলা তাঁকে নিরবে ডেকে যাওয়া বান্দাদের হতাশ করেন না।
একদিন আমার ইনশাআল্লাহ গুলো। আলহামদুলিল্লাহ তে পরিণত হবে।
কখনো কখনো আল্লাহ তা’আলা আমাদের ভোগান্তিতে ফেলেন শুধু এজন্যই, যাতে আমরা তাকে স্মরণ করি।
চেহারাটা কখনো বদলানো যাবে না, কারণ এটা মহান আল্লাহর সৃষ্টি, তুমি তোমার চরিত্র টা বদলাও কারন এটা তোমার সৃষ্টি করা!
আল্লাহর আদেশে রোজাদার ব্যাক্তিদের জন্য, প্রতিদিন জান্নাতকে সজ্জিত করা হয়।
সমুদ্রের বিশাল সমুদ্রের একটি মুক্তোর মতো, একাকীত্ব আধ্যাত্মিক আনন্দে আলিঙ্গন করে। একটি একাকী হৃদয়, আল্লাহর নামে, মসজিদের আশ্রয়ে, ঐশ্বরিক শিখা খুঁজে পায়।
কেয়ামতের দিন যাদেরকে প্রথমে জান্নাতের দিকে ডাকা হবে, তারা হলেন ঐসব ব্যাক্তি, যারা সুখে দুঃখে আল্লাহর প্রশংসা করেন। আলহামদুলিল্লাহ!!’
চেহারাটা বদলানো যাবে না…. কারন এটা আল্লাহর সৃষ্টি….চরিত্রটা বদলাও.. কারন এটা তোমার সৃষ্টি।