#Quote
More Quotes
যে ব্যক্তি আল্লাহর উপর ভরসা করে, আল্লাহ তাকে সাহায্য করেন এবং তার জন্য যথেষ্ট হন। -(সহীহ বুখারি)
ওই কপাল কখনো খারাপ হতে পারে না যে কপালে আল্লাহকে সেজদাহ করে।
আল্লাহর উপর ভরসা করো, কেননা তিনি জানেন তোমার জন্য কোনটা উত্তম।
ভবিষ্যতের জন্য প্রস্তুতি নাও, তবে আল্লাহর পরিকল্পনার উপর নির্ভর করো। –ইমাম আল-গাযালী
আসিতেছে ১টি রাত, নাম তার শবে বরাত, তুলিবো আমরা দু‘হাত, করিবো আমরা মুনাজাত, আল্লাহ করবেন গুনাহ মাফ, তোমাদের রইল দাওয়াত, পালন করবে শবে বরাত I
যে ব্যক্তি বিয়ে করল, সে তার ঈমানের অর্ধেক পূর্ণ করল। এখন তাকে বাকি অর্ধেকের ব্যাপারে আল্লাহকে ভয় করতে হবে।
যে লোক (ইচ্ছাকৃত) সালাত কাজা করিবে সে যখন আল্লাহ তায়ালার দরবারে হাজির হইবে তখন আল্লাহ তায়ালাকে রাগান্বিত অবস্থায় দেখিবে, অর্থাৎ তাহার হিসাব কড়াকড়ির সাথে আদায় করা হইবে। -আল হাদীস
জীবনের সব থেকে সুন্দর দুআ: ‘হে আল্লাহ, আমাকে এমন একজন জীবনসঙ্গী দিন, যে আমাকে জান্নাতের পথে নিয়ে যাবে।
আল্লাহ ভরসাকারীর পাশে থাকেন। তিনি কখনো তাকে একা ছেড়ে দেন না।
হে ঈমানদারেরা, তোমরা ধৈর্য এবং নামাজের মাধ্যমে আল্লাহর কাছে সাহায্য প্রার্থনা করো, নিশ্চয়ই আল্লাহ ধৈর্যশীলদের সাথে আছেন।--- আল কোরআন