#Quote

তুমি যদি পূর্ণভাবে আল্লাহর ওপর ভরসা করো, যেমনটা করা উচিৎ, তাহলে তিনি অবশ্যই তোমার সব প্রয়োজন পূরণ করবেন, যেমনটা তিনি পাখিদের জন্য করেন। তারা ক্ষুধার্ত হয়ে বাসা থেকে বের হয়, কিন্তু ভরা পেট নিয়ে নীড়ে ফেরে – তিরমিযী

Facebook
Twitter
More Quotes
কেউ যদি মিথ্যা অপবাদ করে তবে তার সাথে আল্লাহ নরকে বিচ্ছিন্ন করে দিবেন। সূরা আন-নিসা ১১২
যে পবিত্র থাকতে চায় , তাকে আল্লাহ পবিত্র রাখেন। - সহীহ বুখারী
স্বাস্থ্যের চাইতে বড় সম্পদ এবং অল্পে তুষ্টির চাইতে বগ সুখ আর কিছু নেই - হযরত আলী (রাঃ)
আশা করি আল্লাহ তোমার জন্মদিনের দিন তোমার সকল ইচ্ছা পূরণ করে তোমার জীবনকে করে তুলুক আরো আনন্দময়।
প্রতিটি রোজাদার বান্দাকে আল্লাহ তায়ালা নিজ হাতে তাদের পুরস্কার তুলে দিবেন।
যতদিন আমাদের নিঃশাস থাকবে, শরীরে রক্ত প্রবাহিত হবে, হাতে তীর থাকবে, ততদিন আল্লাহর পথে লড়াই করে যাবো।
আমিও দেখতে চেয়ে ছিলাম, আমার ভাগ্যের পাতায় কি লেখা আছে! কিন্তু পৃষ্ঠা উল্টে দেখলাম, আল্লাহ তাতে বড়ো নিষ্ঠুরতার সাথে কষ্ট লিখে রেখেছেন।
সমস্যা আর দুঃখের কথা যখন মন খুলে আল্লাহকেই বলা যায়, তখন সেসব কে শুনলো আর কে শুনতেই চাইলো না, তাতে কি ই বা আসে যায়?
চরিত্র বদলাও কারণ এটা তোমার সৃষ্টি চেহারাটা বদলানো যাবে না কারণ এটা আল্লাহর সৃষ্টি।
আল্লাহ সবকিছু দেখেন এবং তিনি তোমার ত্যাগ সম্বন্ধে জ্ঞাত।