#Quote
More Quotes
মেঘলা দিন! আমার একটা আবদার রাখবে? আকাশের ওই পাখিটি কে গিয়ে বলবে- আমাকে তার পিঠে চড়িয়ে নিয়ে আকাশে ঘুরে বেড়াতে?
রাতের আকাশে তুমি মোর শুকতারা মনকে করেছো তুমি চঞ্চল বিহ্বল দিশাহারা।
সময় শোকের চেয়ে বলশালী। শোক তীরভূমি, সময় জাহ্নবী। সময় শোকের ওপর পলি ফেলে আর পলি ফেলে। তারপর একদিন প্রকৃতির অমোঘনিয়ম অনুযায়ী, সময়ের পলিতে চাপা পড়া শোকের ওপর ছোট ছোট অঙ্কুরের আঙুল বেরোয়। অঙ্কুর। আশার-দুঃখের-চিন্তার-বিদ্বেষের। আঙুলগুলো ওপরে ওঠে, আকাশ খামচায়। সময় সব পারে।
নীল আকাশ অনেক বড়ো তবুও সে কাঁদে!! আর আমি?? তার তুলনায় কতো ছোট? আমিও কাঁদি!! কিন্তু নীল আকাশের মতো কাউকে সিক্ত করতে পারি না, পারি না র্বষার মতো অবিরাম ঝরতে, মেঘের মতো কাউকে আগলে রাখতে, না পারি তোমার বিরহে পাশে থাকতে।
সূর্য যখন তার শেষ রশ্মি দিয়ে আকাশকে সাজায়, তখন মনে হয় জীবনও যেন সুরেলা হয়ে উঠছে, এক শান্তির গান গাইছে।
মিথ্যা নাটক করি না, হঠাৎ করে রেগে যাই, হাজার মন খারাপ থাকলেও কাউকে বুঝতে দিই না, মনে মনে আকাশ পাতাল চিন্তা করি আর মন খারাপ করে ফেলি! এটাই আমি।
আকাশ ভরা লক্ষ তাঁরা মিটি মিটি হাসে ঘুমের ঘোরে স্বপ্নে দেখি তুমি আমার পাশে।
স্বপ্ন আমার আকাশ ছোঁয়া বাস্তবে তাই দি হাতছানি হারানোর ভয় নেই যে নিঃস্ব আমি সে তো জানি!
নির্দেশনা ও অনুপ্রেরণা পাওয়ার জন্য আমি সবসময় নীল আকাশের দিকা তাকাই।
আমার দীর্ঘশ্বাসের ঠাই,শূন্য বিশাল আকাশটাই|