#Quote
More Quotes
যে ব্যক্তি আল্লাহর উপর সর্বদা প্রবল বিশ্বাস রাখেন মহান আল্লাগ তাঁর কোনো ইচ্ছা অপূর্ন রাখেন না। হযরত ওমর রাঃ
বাকা চাদ, শুভ দিন, রমজানের বাকি আর একদিন, সবাই মিলে শপথ নিন, রোজা রাখবেন ৩০ দিন, নামায পরবেন, প্রতিদিন, সবাই বলুন, আমিন।
কত দোয়ার পরে আজকেই এই দিনে, তুমি আমাদের ঘর আলোকিত করে আমাদের ঘরে আল্লাহ তোমাকে পাঠিছেন। জন্মদিনের শুভেচ্ছা নিও তোমার বাবার পক্ষ থেকে।
১ম রোজার ফজিলত – যে ব্যাক্তি প্রথম রোজা সম্পূর্ণ শরিয়ত মোতাবেক রাখবেন,তাকে নবজাতকের মতো নিষ্পাপ করে দেওয়া হবে’! [সুবাহানাল্লাহ ]
নিশ্চয়ই মিথ্যাবাদীরা আল্লাহর নিকট অপছন্দনীয়।
আল্লাহ ভরসাকারীর পাশে থাকেন। তিনি কখনো তাকে একা ছেড়ে দেন না।
আল্লাহর ওপর ভরসা রাখুন। সঠিক সময়ে সঠিক জীবনসঙ্গী আপনার জন্য নির্ধারিত।
অতীতের ভুল থেকে শিক্ষা নাও, বর্তমানে ভালো কাজ করো, আর ভবিষ্যৎ আল্লাহর হাতে ছেড়ে দাও। – ইমাম ইবনে তাইমিয়া
আল্লাহ কাউকে ঠকান না যতটুকু নিয়ে নেন তার থেকেও হাজার হাজার গুণ ফিরিয়ে দেন I
সন্ধ্যার স্নিগ্ধতা আমাদের মনে আল্লাহর উপর ভরসা রাখার আহ্বান করে। আল্লাহর কাছে প্রার্থনা করি, যেন আমাদের দিন ও রাত উভয়ই বরকতময় হয়।