#Quote

সে তার দেহের বস্ত্রহীনতার কথা বলেছিলো-বুঝি সে-কারণে ফর ফর করে টেনে ছিঁড়ে নেয়া হলো তার শার্ট।প্যান্ট খোলা হলো। সে এখন বিবস্ত্র, বীভৎস।-রুদ্র মুহাম্মদ শহীদুল্লাহ

Facebook
Twitter
More Quotes
চলে যাওয়া মানে প্রস্থান নয়- বিচ্ছেদ নয় চলে যাওয়া মানে নয় বন্ধন ছিন্ন-করা আর্দ্র রজনী চলে গেলে আমারও অধিক কিছু থেকে যাবে আমার না-থাকা জুড়ে-রুদ্র মুহাম্মদ শহীদুল্লাহ
অথচ এই মাধবীই বলতো প্রায়ই বলতো স্মৃতি বলে কোনো কিছুই আমি বিশ্বাস করি না।-রুদ্র মুহাম্মদ শহীদুল্লাহ
আমি যার শিয়রে রোদ্দুর এনে দেবো বলে কথা দিয়েছিলাম সে আঁধার ভালোবেসে রাত্রি হয়েছে।এখন তার কৃষ্ণ পক্ষে ইচ্ছের মেঘ জোনাকির আলোতে স্নান করে,অথচ আমি তাকে তাজা রোদ্দুর দিতে চেয়েছিলাম -রুদ্র মুহাম্মদ শহীদুল্লাহ
এইভাবে এই শূন্য করতলে আমি কি তোমায় লিখেছিলাম তোমার একান্ত নাম ভালোবাসা, কুয়াশার বিনিদ্র শিশির!-রুদ্র মুহাম্মদ শহীদুল্লাহ
আপনি আপনার জীবনের পরবর্তী পর্যায়ে যাওয়ার জন্য আপনার জন্য শুভকামনা। নিঃসন্দেহে, আপনি সমস্ত অঞ্চলে সাফল্য পেতে থাকবেন।
কতোখানি ডাক শুনে ছুটে যায় এই মুগ্ধ মানুষ অভ্যন্তরে কতোখানি উৎসবে সব পথ ভেঙে একখানা পথ শুধু একখানা ঘর জেগে ওঠে মর্মের মর্মস্থলে -রুদ্র মুহাম্মদ শহীদুল্লাহ
তোমাকে প্রতিদিন লেখার মতো অনেক রকম খবর আছে -রুদ্র মুহাম্মদ শহীদুল্লাহ
দুরত্ব জানে শুধু একদিন খুব বেশি নিকটে ছিলাম -রুদ্র মুহাম্মদ শহীদুল্লাহ
তুমি প্রেমের কলিংবেল টিপে এসে দাঁড়ালে সংশয় সন্দিহান আমি দরোজা খুলেই সরাসরি তোমাকে এনে বসিয়েছি হৃদয়ে।বুকের একান্ত বেডরুমে।-রুদ্র মুহাম্মদ শহীদুল্লাহ
ঢেকে রাখে যেমন কুসুম, পাপড়ির আবডালে ফসলের ঘুম।তেমনি তোমার নিবিঢ় চলা, মরমের মূল পথ ধরে।-রুদ্র মুহাম্মদ শহীদুল্লাহ