#Quote
More Quotes
আপনি মেয়ে, কত আয়োজন কত সংবেদনশীলতা নিয়ে ভালোবাসার জন্য অপেক্ষা করেন। আমি চাই পৃথিবীর সমস্ত মেয়েরাই তার প্রাপ্য ভালোবাসা টুকু উজাড় করে পাক।
তোমাকে নিয়ে আমার অনুভূতি তোমার কাছে হয়তো আদিখ্যেতা বলে মনে হতে পারে, কিন্তু আমার কাছে তা অমূল্য সম্পদ।
আমার সাথে চলতে পারো, আমায় সব বলতে পারো, আমার সাথে হাঁটবে কী রাতে,জ্যোৎস্না ভেজা সবুজ ঘাসে? আমার সাথে কবিতা লেখা তোমায় সেদিন প্রথম দেখা, আমার আজ অবাক মন, তোমার সাথে অকারণ৷ হাতটি নিতে পারো ধরে তোমার হাতে আলতো করে, এই জীবন তোমাকে দিলাম, জেনো,শুধু তোমারই ছিলাম।
তুমি আসলে সেই গান, যেটা বারবার শুনলেও মুগ্ধ হই।
যতবার ভেবেছি আমার আমিটা আবার স্বেচ্ছায় হেরে গিয়ে চাইবে তোমাকে ততবারই তোমার অহং তুমিটা মিথ্যের মোড়কে হারিয়ে ফেলেছে আমাকে ।
তুমি ভালোবাসো বলেই আমি সাহসী।
আমি সেদিন ও দুহাত উজাড় করে এসেছিলাম, আর তুমি সেদিন ও আমায় দিয়েছিলে অবহেলা। আজ রিক্তহস্ত আমি। আর আজ তুমি শূন্য ঝুলি পূর্ণ করে নিতে এসেছ।
তোমাকে দিয়ে আমার গল্পের শুরু? আমার গল্পের শুরুতে তুমি গোধূলির লগন, নীরবতার শেষে রয়েছো তুমি ভালবাসার আসক্ত চিঠিতে
আকাশের ঐ নীল সীমানা যেমন দিগন্তে মাটির সাথে মেশে,, তেমনি তুমি মিশে আছো আমার অনুভবে!
যতবার ভেবেছি আরো একবার ফিরে দেখি তোমাকে ততবারই তোমার দেওয়া অবহেলা ঘিরে ফেলেছে আমাকে ৷