#Quote

ফেলে আসা অতীত জানে, কতোটা শীতলতায় জল জমে বরফ হয়ে যায়, কতোটা যন্ত্রণায় পুড়লে হাফ টন লোহাও নিমেষে আগুনে গলে যায়।

Facebook
Twitter
More Quotes
জল আর আগুন এই তো কারবার, হৃদয়ে বাদে ভালোবাসার অর্থ, এইসব বাদে যখনই অনর্থক কিছু গায়ে লেগে যায়, তা সহজেই মিশে যায় পাপের দলে।। পাপ একদিন-দুদিন থেকে, প্রতিদিনকার অভ্যেস হয়ে মিশে যায় রক্তে, আর কোনো এক ঋতুতে হয়তো আমার হয়ে উঠি, সহজাত পাপী।
স্মৃতি মুছে যায় সম্পর্কের নাম বদলে যায় । যার নাম বিচ্ছেদে রূপান্তরিত হয়, সে একসময়ে অতীত বলে আখ্যা পায়।
লাল আগুন ছড়িয়ে পড়েছে দিগন্ত থেকে দিগন্তে, কী হবে আর কুকুরের মতো বেঁচে থাকায়? কতদিন তুষ্ট থাকবে আর অপরের ফেলে দেওয়া উচ্ছিষ্ট হাড়ে
মায়ের চোখের পানিতে জাহান্নামের আগুন পর্যন্ত নিভে যায়।
“কাউকে ভালোবাসতে হলে এক বুক যন্ত্রণা সহ্য করার ক্ষমতা তোমার থাকতে হবে, তবে তুমি ভালোবাসতে পারবে।”
এই আমি ক্ষুধা হজম করতে জানি, তোমাদের দেয়া যন্ত্রণা তো মরুভূমি তে পরা একফোটা জলের মতো শুষে নেবো।
আগুন পোড়ালে তবু কিছু রাখে কিছু থাকে, হোক না তা শ্যামল রঙ ছাই, মানুষে পোড়ালে আর কিছুই রাখে না কিচ্ছু থাকে না, খাঁ খাঁ বিরান, আমার কিছু নাই।
অতীত হল অভিজ্ঞতা, বর্তমান হল পরীক্ষা, ভবিষ্যত হল প্রত্যাশা।
যেমন বিচ্ছেদ হয়েছিলো তোমার আমার, আমি শুধু চাই তোমার আমার স্মৃতিগুলোর সেই রকম বিদঘুটে বিচ্ছেদ।
প্রতিশোধের আগুন, জ্বলে মনে, আইনের পথে চলতে বলে যে মগ্ন।