#Quote

হয়তো ফুল ফোটেনি রবীন্দ্র জগতে যত আছে হয়তো গহেনি পাখি অনন্তর উদাস সুরে হয়তো কুসুম কলি ঘিরে আকাশে মিলিয়া আঁখি তবুও ফুটছে জবা, দুরন্ত শিমুল গাছে তার তালে ভালবেসে বয়ে আসছে বসন্তের পথিক।

Facebook
Twitter
More Quotes
শিশিরের ছোয়ায় ফুটেছে , তাই দেখে প্রজাপতি হয়েছে ব্যাকুল, কিচির মিচির করে ডাকছে পাখি, বন্ধু তুমি খোল আঁখি।
আছে দুঃখ, আছে মৃত্যু, বিরহদহন লাগে। তবুও শান্তি, তবু আনন্দ, তবু অনন্ত জাগে। তবু প্রাণ নিত্যধারা, হাসে সূর্য চন্দ্র তারা,বসন্ত নিকুঞ্জে আসে বিচিত্র রাগে। - রবীন্দ্রনাথ ঠাকুর
কাজল কালো আঁখি তোমার, চাঁদের মতো মুখ,না দেখলে বন্ধু তোমায় লাগে না যে সুখ,যেখানে আছো যেভা আছো,ভালো থেকো তুমিমন চাইলে খবর নিও কেমন আছি আমি।
কখনো না বলো না, কখনো বলো না আমি করতে পারবো না। তুমি অনন্ত, সব শক্তি তোমার ভিতরে আছে, তুমি সব কিছুই করতে পারো । — স্বামী বিবেকানন্দ ।
গাইতে ব’সে কন্ঠ ছিঁড়ে আসবে যখন কান্না, ব’লবে সবাই- সেই যে পথিক তার শেখানো গান না? আসবে ভেঙে কান্না! প’ড়বে মনে আমার সোহাগ, কন্ঠে তোমার কাঁদবে বেহাগ! প’ড়বে মনে অনেক ফাঁকি অশ্র-হারা কঠিন আঁখি ঘন ঘন মুছবে- বুঝবে সেদিন বুঝবে! - কাজী নজরুল ইসলাম
আপন বৃত্তে বন্দি সবাই কে কার খোঁজ রাখে ?পথিক তুমি হারিয়ো না ওই পথ হারানোর বাঁকে।
আমার যাবার সময় হল দাও বিদায় মোছ আঁখি দুয়ার খোল দাও বিদায়।।— কাজী নজরুল ইসলাম
একটি অন্ধকার রাত্রির শতসহস্র আঁখি থাকে।
ভালবাসাবাসির জন্যে অনন্তকালের প্রয়োজন নেই, একটি মুহূর্তই যথেষ্ট। -হুমায়ূন আহমেদ।
সারা রাত সপ্ন দেখে।কত ছবি মন আকেঁ। এমনসময় সপ্নের রাজা। আমার বলে দিল টাটা।মা এসে দিল ডাকি।খুলতে হল দুটি আখিঁ।জেগে দেখি নাই রাত। তাই বলি শুপ্রভাত