#Quote
More Quotes
সিয়ামের পর আসে আনন্দের বার্তা, পবিত্র ঈদুল ফিতর আমাদের জন্য রহমতের উপহার! সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা, ঈদ মোবারক!
ঈদের চাঁদ দেখা হোক, আপনার সকল দুঃখ দূর হোক। ঈদের আনন্দে আপনার জীবন হোক আলোকিত।
তোর ইচ্ছে গুলো উরে চলুক পাখনা দুটি মেলে দিন গুলি তোর যাকনা কেটে এমনি হেসে খেলে, অপূর্ন না থাকে যেন তোর কোনো শখ, এই কামনায় বন্ধু তোকে ঈদ মোবারক
ঈদ মোবারক! আল্লাহ্ আমাদেরকে তাঁর নেয়ামতের শুকরিয়া আদায় করার তাওফিক দিন।”ঈদ উল ফিতরের শুভেচ্ছা!
এই ঈদে আল্লাহর রহমত, বরকত এবং শান্তি আপনার উপর নাজিল হোক। ঈদ মোবারক।
আল্লাহ্ আমাদের সকলের গুনাহ মাফ করুন এবং আমাদের ঈদের দিন কবুল করুন।
“اللّهُ أَكْبَرُ، اللّهُ أَكْبَرُ، لاَ إِلَهَ إِلاَّ اللّهُ، وَاللّهُ أَكْبَرُ، اللّهُ أَكْبَرُ، وَلِلّهِ الْحَمْدُ” — তাকবীর পাঠ করুন ও ঈদের আনন্দ ছড়িয়ে দিন। ঈদ মোবারক।
মাটির দেহ নিয়ে কখনও করিওনা বরাই, দুচোখ বন্ধ হলে দেখবে পাশে কেউ নাই। যাকে তুমি আপন ভাবো সে হবে পর, আপন হবে নামাজ, রোজা অন্ধাকার কবর।
ঈদ মোবারক! এই পবিত্র দিনে আল্লাহ্ আমাদের জীবনে রহমত, বরকত ও শান্তি দান করুন।”ঈদ উল ফিতরের শুভেচ্ছা!
আজ আমার প্রাণের খুশিতে জ্বেলে যায় প্রদীপ শিখাতে হাজার তারার মাঝে আলো এলোরে এলো ঈদ বুঝি এলো। ঈদ মোবারক