#Quote
More Quotes
ঈদের আনন্দে আপনার ঘর হোক আলোকিত, সুখে-শান্তিতে হোক আপনার জীবন সমৃদ্ধ।
আল্লাহর ভালোবাসার জন্য রোজা রাখি, গুনাহ থেকে মুক্তির আশায় দোয়া করি ।
এই ঈদ হোক ধৈর্য, ত্যাগ আর প্রেমের প্রতিচ্ছবি। আল্লাহ যেন আমাদের সবাইকে তাঁর সঠিক পথে পরিচালিত করেন। ঈদ মোবারক!
নতুন সকাল নতুন দিন। শুভ হোক ঈদের দিন।নতুন রাত বাকা চাঁদ। রঙ্গীন হোক ঈদের রাত। ঈদ মোবারক
যার কাছে কেউ কোন কিছু চেয়ে খালি হাতে ফেরেন নি, তিনি হলেন পরমকরুনাময় সর্ব শক্তিমান আল্লাহ্।
ঈদ এসেছে ঈদ এসেছে ঈদ মুবারাক ভাই বাঁকা চাঁদ ওই দেখা গেছে আসমানেরি গায় চারি দিকে খুশির ছোয়া রঙ বাহারি সাজ এক কাতারে সামিল হয়ে পড়বো ঈদের নামাজ। eid mubarak
ঈদের খুশি সবার জীবনে এনে দিক নতুন আশা।
তওবা করতে লজ্জিত হয়ো না। -মনে রেখো তোমার গুনাহের চাইতে আল্লাহ্’র ক্ষমা অনেক বড়।
ঈদের দিন বাবা যখন হাত ধরে ঈদের নামাজে নিয়ে যেতেন, সে স্মৃতি আজও চোখে জল এনে দেয়। আব্বু, তুমি চিরকাল আমার হৃদয়ে বেঁচে থাকবে।
যত পাপই করেন না কেন মনে রাখবেন কোন কিছুই আল্লাহ্র দয়ার চেয়ে বড় নয় । তিনি মাফ করে দিবেন ।