More Quotes
আকাশের চেয়েও নীল চোখ তোমার। সাগর জলের চেয়েও নীল অই চোখ দুটো যেনো সাগরের মতোই গভীর।
আমার সাথে দেখা করুন যেখানে আকাশ সমুদ্রকে স্পর্শ করে। আমার জন্য অপেক্ষা করুন যেখানে পৃথিবী শুরু হয় ।
আমার যাবার বেলায় পিছু ডাকে, ভোরের আলো মেঘের ফাঁকে ফাঁকে॥ বাদলপ্রাতের উদাস পাখি ওঠে ডাকি। বনের গোপন শাখে শাখে, পিছু ডাকে।
বৃষ্টির দিকে চেয়ে থাকি আর শুধু তোর কথাই মনে ভাবি।
মেঘ তোর সঙ্গে যাবো, হাওয়ায় ভেসে শীল কুরাবো । মেঘ তোর সঙ্গে যাবো, ঠান্ডা হাওয়ায় প্রাণ জুরাবো ।
মন আমার বাঁধল বাসা ব্যথার আকাশে পাতাঝরা দিনের মাঝে মেঘলা বাতাসে আমিও ছায়ার মতন মিলিয়ে যাব আসব না ফিরে আর আসব না ফিরে কোনো দিনও।
আকাশ কালো বৃষ্টি আসায় মন খারাপ করে ছিলাম..!! এমনও তো বৃষ্টি সেদিন প্রথম প্রেমে পড়েছিলাম।
চোখ কি জানে না আঁখিতে কতোটুকু মেঘ জ'মে আছে? কতোটুকু বর্ষার পূর্বাভাস আছে, কতোখানি বর্ষা না-হওয়া গভীর স্তব্ধতা। - রুদ্র মুহাম্মদ শহীদুল্লাহ
কবে থেকে আকাশ দাঁড়িয়ে আছে একা, তার বুক থেকে খসে পড়েছে কত তারা। বেঁচে থাকলে আরো কত তারাই খসবে, তা নিয়ে আকাশ কি দুঃখ করতে বসবে?- নির্মলেন্দু গুণ
আমায় আকাশ বলল তোমার দু’চোখ মেঘ রঙ দিয়ে আঁকতে শুনে সাগর বলল তা কি করে হয়, তার এত নীল থাকতে? আমি কাকে খুশি করি বলো?