#Quote

কার্পণ্য ত্যাগ করো নতুবা তোমার আপনজনরা তোমার জন্য লজ্জিত হবে এবং অপরে তোমাকে ঘৃণা করবে - হযরত আলী (রাঃ)

Facebook
Twitter
More Quotes
কার্পণ্য ত্যাগ করো নতুবা তোমার আপনজনরা তোমার জন্য লজ্জিত হবে এবং অপরে তোমাকে ঘৃণা করবে —- হযরত আলী (রাঃ)
আমি বলতে লজ্জিত নই যে আমার দেখা কোনো মানুষই আমার বাবার সমতুল্য ছিল না এবং আমি অন্য কোনো মানুষকে এতোটা ভালোবাসিনি।
যে পবিত্র থাকতে চায় , তাকে আল্লাহ পবিত্র রাখেন। - সহীহ বুখারী
যা সত্য নয় তা কখনো মুখে এনো না । তাহলে তোমার সত্য কথাকেও লোকে অসত্য বলে মনে করবে - হযরত আলী (রাঃ)
যে ধৈর্যধারণ করতে পারবে সে কখনো সফলতা থেকে বঞ্চিত হবেনা। হয়তোবা সফল হবার জন্য তার একটু বেশি সময় লাগতে পারে। - হযরত আলী (রাঃ)
বুদ্ধিমানেরা কোনো কিছু প্রথমে অন্তর দিয়ে তারপর সে সম্বন্ধে মন্তব্য করে। আর নির্বোধেরা প্রথমেই মন্তব্য করে বসে এবং পরে চিন্তা করে।- হযরত আলী (রাঃ)
যার দুটি দিন একই রকম কাটলো, সে ক্ষতিগ্রস্ত হলো। - আল হাদিস
বড়দের সম্মান কর, ছোটরা তোমাকে সম্মান করবে - হযরত আলী (রাঃ)
কোন কাজগুলো সর্বোত্তম – মানুষের মনে খুশির সৃষ্টি করা, ক্ষুধার্তকে খাবার দেয়া, পঙ্গু ও অসুস্থদের সাহায্য করা, দু:খীদের দু:খকে হাল্কা করা, এবং আহতের যন্ত্রণাকে লাঘব করা – বুখারী
আল্লাহ তাঁর সৃষ্টিকূলকে সৃষ্টি করার পর তাঁর আরশের ওপর লিখেছিলেন: নিশ্চই আমার দয়া আমার ক্রোধকে প্রশমিত করবে – বুখারী ও মুসলিম