#Quote
More Quotes
আজকের দিনে তোমাদের জন্য দোয়া করি তোমাদের ভালবাসা যেন আল্লাহর সন্তুষ্টির মাধ্যম হয়। সৎ পথে হালাল রিজিক আর শান্তিময় ঘর হোক তোমাদের জন্য।
وَتُوبُوا إِلَى اللَّهِ جَمِيعًا তোমরা সবাই আল্লাহর কাছে তওবা করো..!! (সূরা আন-নূর:৩১)
আল্লাহ সুন্দর তিনি সৌন্দর্যকেই পছন্দ করেন।
রোজার পুরষ্কার আল্লাহ নিজ হাতে প্রদান করবেন - আল হাদিস
শব-ই-বরাত প্রায় কোণে এবং আপনার ভুলগুলি থেকে এগিয়ে যেতে, আপনাকে নিজেকে এবং যারা আপনাকে এক বা অন্যভাবে অন্যায় করেছে তাদের ক্ষমা করতে হবে।
একটা শিশুর হাসি, মায়ের ভালোবাসা,প্রকৃতির রঙ এসবই আল্লাহর সৃষ্টি, আর এসবেই থাকে তাঁর সান্নিধ্য।
দাম্পত্য জীবনে শান্তি আসে, যখন স্বামী স্ত্রী একে অপরকে দোয়ার মাধ্যমে আল্লাহর কাছে তুলে দেয়।
অন্যকে বারবার ক্ষমা কর কিন্তু নিজেকে কখনোই ক্ষমা করিও না। —সাইরাস
আজ পবিত্র লাইলাতুল বরাত। আল্লাহ সবার জীবনের অতীত ও বর্তমানের সকল গুনাহ মাফ করুক।
হে আল্লাহ! এই সুন্দর রাতে, আমার সমস্ত কাজ যা আপনি জানেন এবং যা আপনি মানেন, যা আপনি মনে রাখেন এবং যা আপনি দেখেন ওসব ধুয়ে ফেলুন… যে কোনও আপত্তিকর ঘটনার জন্য আমি ক্ষমাপ্রার্থী বলার এই সুযোগটি গ্রহণ করছি। আমাকে ক্ষমা করুন।