#Quote
More Quotes
কেয়ামতের দিন যাদেরকে প্রথমে জান্নাতের দিকে ডাকা হবে, তারা হলেন ঐসব ব্যাক্তি, যারা সুখে দুঃখে আল্লাহর প্রশংসা করেন। আলহামদুলিল্লাহ!!’
মহান আল্লাহ তায়ালা সমস্ত সৌন্দর্য দিয়ে যেন তোমাকে তার নিজ হাতে গড়েছে তোমার বাহ্যিক সৌন্দর্যের চেয়েও হাজার গুনে তোমার আত্মিক সৌন্দর্য বেশি হয়। আর বাকিটা জীবন সবসময় সঠিক পথে থেকো, শুভ কামনা রইলো।
রমজান আল্লাহ ও বান্দার মাঝে নিতান্ত গোপন ইবাদত তাই এর মাধ্যমে আল্লাহ ও বান্দার মাঝে সম্পর্ক দৃঢ়তর হয়। – আল হাদিস
প্রতিটি রোজাদার বান্দাকে আল্লাহ তায়ালা নিজ হাতে তাদের পুরস্কার তুলে দিবেন।
আমি তোমাকে হাজারবার ক্ষমাকরে দিবো , কারণ আমি তোমাকে হারাতে চাইনা।
আল্লাহ সমস্ত পাপ মুক্ত করুক সকলের। শবে বরাত মোবারক আপনার ও আপনার পরিবারকে। সকলকে জানাই পবিত্র শবে বরাতের শুভেচ্ছা।
অর্ধেকটা খেজুর দান করেও তোমরা নিজেদের জাহান্নাম থেকে বাঁচাতে পারো। যদি তা-ও না থাকে, তবে সুন্দর করে কথা বলো – বুখারী
আজকের রাতে, আল্লাহর নাম স্মরণ করুন। জিকির ও তাসবিহ পড়ুন।
শেষ রাতের ঘুম যেমন মানুষের কাছে বেশি প্রিয় শেষ রাতের ইবাদাত ও আল্লাহর কাছে বেশি প্রিয়।
রমজান আল্লাহ ও বান্দার মাঝে নিতান্ত গোপন ইবাদত তাই এর মাধ্যমে আল্লাহ ও বান্দার মাঝে সম্পর্ক দৃঢ়তর হয়-আল হাদিস