#Quote
More Quotes
এই বিশেষ দিনে আমি আল্লাহর কাছে প্রার্থনা করি, যেন তিনি তোমার জন্য জান্নাতের পথ সুগম করেন এবং তোমাকে জীবনে সত্যিকার সফলতায় পৌঁছাতে সাহায্য করেন। জন্মদিন মোবারক!
অবশ্যই আল্লাহ তাকে সাহায্য করেন যিনি তার পরস্পর সকল ভাইকে সাহায্য করে।
একজন চরিত্রহীন নারীর সঙ্গী হবে একজন চরিত্রহীন পুরুষ ।
আল্লাহ তোমাদের জীবন দান করেছেন তিনি তোমাদের মৃত্যু দিবেন আবার তিনি তোমাদেরকে পুনরুত্থান করবেন তারপরও মানুষ প্রতি অকৃতজ্ঞ -সূরা হজ্জ আয়াত নম্বর ৬৬
তোমরা একজন আরেকজনের জন্য সবচেয়ে ভালো বন্ধু, সঙ্গী ও প্রেমিক, শুভ বিবাহ বার্ষিকী।
আকস্মিক মৃত্যু গুলো মেনে নেওয়া খুবই কষ্টকর, আল্লাহ তা’আলা এমন মৃত্যু যেন কাউকে না দেয়।
আল্লাহর দিকে ফিরে আসার মাস রমজান, সকলকে রোজার এই সুবাস জানিয়ে দিয়ে শুরু!
শবে বরাত” – পুনর্মিলনের রাত, আল্লাহর সাথে পুনর্মিলনের জন্য প্রার্থনা করুন।
শবে বরাত” – আশার রাত। আল্লাহর রহমতের প্রতি আশাবাদী হোন।
যে আল্লাহকে পায়, সে সব কিছু পায়।