#Quote
More Quotes
প্রতিদিন মুনাজাত করো আল্লাহ তোমার সহায় হবেন।
চাচা আপনার সাথে কতো শত সৃতি জড়িয়ে আছে। আল্লাহ আপনার সকল মাফ করে দিক। আল্লাহ আপনাকে জান্নাতুল ফেরদৌস নসিব করুক আমিন।
হে আল্লাহ! কষ্ট পেলে আমি কাঁদি, এর মানে এই নয় যে তোমার ফয়সালায় আমি অসন্তুষ্ট। বরং আমি তো কাঁদি তোমার স্নেহ পেতে, তোমার সাহায্য পেতে।
আল্লাহর স্মরণই হৃদয়ের সবচেয়ে বড় সান্ত্বনা।
অসুস্থ হতে অস্বীকার করো ? নিজের কাছে বা কারো কাছে কখনো বলো না তুমি অসুস্থ। অসুস্থতা এমন জিনিস যার শুরুতেই প্রত্যকের বাঁধা প্রদান করা উচিৎ। – বুলার স্টিন
শব-ই-বরাতের রাত হবে আজ, হয়তো আমি এই বছর আল্লাহর কাছে থাকবেন এমন ব্যক্তিদের তালিকায় থাকব, এবং হয়তো আর কখনো দেখা হবে না। এই কারণেই আমি আপনার সাথে করা সমস্ত ভুল কাজের জন্য দুঃখিত বলার এই সুযোগটি নিতে চাই।
যে ব্যাক্তি রোজা রাখা অবস্থায় মারা যাবে আল্লাহ তাকে কেয়ামত পর্যন্ত সকল রোজার সাওয়াব দান করবেন
আল্লাহই যথেষ্ট আমার জন্য, তিনিই আমার অভিভাবক।
আল্লাহ যেটা দেয় না, সেটা থেকেও ভালো কিছু রেখে দেয়।
যে ব্যক্তি মানুষকে দয়া করে না আল্লাহ তায়ালা তাহার উপর রহমত বর্ষণ করে না