#Quote
More Quotes
যে ব্যক্তি দুই রাকাত নামাজ পড়িয়াছে আর উহাতে ভুল করে নাই, আল্লাহ তায়ালা তাহার ছগিরা গুনাহ মাফ করিয়া দিবেন, যাহা ইতিপূর্বে হইয়াছে। - আল হাদিস
আল্লাহ ততোক্ষণ বান্দাহর সাহায্য করেন, যতোক্ষণ সে তার ভাইকে সহযোগীতা করে।– সহীহ মুসলিম
আল্লাহ বান্দা সবাই সমান ধনী গরীব সমাজের তৈরি।
জন্মদিন মানেই একটা বছর কমে যাওয়া নিয়ার জীবন ফুরিয়ে যাচ্ছে ধীরে ধীরে হে আল্লাহ যা সময় আছে তাকে বরকতময় করে দাও আমার ভুলগুলো ক্ষমা করে দাও।
প্রিয় বন্ধু আজ তোর বিয়ে মনে হচ্ছে যেন কালও একসাথে ক্লাসে বসতাম আর আজ তোকে একটা পরিবার দিচ্ছে আল্লাহ বারাকাল্লাহু লাক।
যে তার ভাইকে সাহায্য করে, আল্লাহ তার সাহায্য করবেন।
আল্লাহ আমাদের জীবন দান করেছে এবং আল্লাহ আমাদের এই জীবন একদিন নিয়ে নিবে
তোমরা আল্লাহকে ছেড়ে অন্যের উপর ভরসা করো না, তোমরা যদি মুমিন হয়ে থাকো। -সূরা ইউনুস, আয়াত ৮৪।
রোজার উপহার, মহান আল্লাহ নিজের হাতে দিবেন ।
শবে বরাত মানেই আল্লাহর অনুগ্রহ, শবে বরাত মানেই রহমতের বারিধারা! আল্লাহ আমাদের পাপ মাফ করে দিন, আমাদের জীবনকে তাঁর রহমতে ভরিয়ে দিন!