#Quote
More Quotes
প্রতিটা মানুষের একটাই ভরসা,,আল্লাহ একদিন সব কিছুই ঠিক করে দিবেন, ইনশাআল্লাহ !
শিষ্টাচার মেনে চললে আল্লাহর নৈকট্য অর্জন করা যায়।
কুরআনের বিস্তারে একটি একক আয়াতের মতো, একাকীত্ব প্রতিধ্বনিত হয়, একটি আত্মার অগ্রগতি। একাকী হৃদয়, আল্লাহর দৃষ্টিতে, মসজিদের নীরবতায়, ঐশ্বরিক প্রশংসা খুঁজে পাওয়া।
يُحِبُّهُمْ وَيُحِبُّونَهُ আল্লাহ তাদের ভালোবাসেন এবং তারা আল্লাহকে ভালোবাসে।..!! (সূরা আল-মায়িদাহ:৫৪)
ফর্সা আর সৌন্দর্য কখনোই এক কথা নয়। ফর্সা কেবল চামড়ার মধ্যে ফুটে উঠলেও সৌন্দর্য ফুটে উঠতে প্রয়োজন আল্লাহর আনুগত্য ও উত্তম চরিত্র।
যে পবিত্র থাকতে চাই আল্লাহ তাকে পবিত্র রাখেন। --- সহীহ বুখারী
এমন কারো সঙ্গী হোন যে আপনাকে আল্লাহর কথা স্মরণ করিয়ে দেয়।
কখনোই বান্দাকে আল্লাহ বঞ্চিত করেন না হয়তো আপনি যা চান সেটায় আপনার কল্যাণ নেই, তাই আল্লাহ আপনাকে দেন নাই।
আল্লাহ যেটা দেয় না, সেটা থেকেও ভালো কিছু রেখে দেয়।
আর কার কাছে আমি আবদার করবো , ভাই আমার এটা লাগবে ভাই আমার ওটা লাগবে। কে আমার এত এত আবধার পূর্ণ করবে। কিসের এত তাড়া ছিলো ভাই। আমাদের ছেড়ে চলে যেতে হলো।