#Quote

আল্লাহ যেন তোমাকে একজন আদর্শ স্বামী বানান, যার মাধ্যমে স্ত্রী পায় সুরক্ষা, সম্মান আর ইসলামী আদর্শের ছোঁয়া।

Facebook
Twitter
More Quotes
তুমি যদি পূর্ণভাবে আল্লাহর ওপর ভরসা করো, যেমনটা করা উচিৎ, তাহলে তিনি অবশ্যই তোমার সব প্রয়োজন পূরণ করবেন, যেমনটা তিনি পাখিদের জন্য করেন। তারা ক্ষুধার্ত হয়ে বাসা থেকে বের হয়, কিন্তু ভরা পেট নিয়ে নীড়ে ফেরে – তিরমিযী
কন্যা সন্তান লালন পালনের তিনটা উপহার রয়েছে আল্লাহর তরফ থেকে। ১। জাহান্নাম থেকে মুক্তি। ২। জান্নাতের প্রেবেশের নিশ্চয়তা। ৩। জান্নাতে রাসূল (সাঃ) এর সঙ্গী হওয়ার সৌভাগ্য। (হযরত মুহাম্মদ সাঃ)
শবে বরাত” – ক্ষমা ও মুক্তির রাত। আল্লাহর কাছে ক্ষমা চাই, নেক আমলের প্রতিজ্ঞা করি।
তোমাদের বিয়েতে সরাসরি উপস্থিত থেকে আশীর্বাদ করতে পারিনি তাই দূর থেকেই তোমাদের আশীর্বাদ করি ও আন্তরিক শুভকামনা জানাই। দাম্পত্য জীবন সুখের হোক আজীবন।
আসিতেছে ১টি রাত, নাম তার শবে বরাত, তুলিবো আমরা দু‘হাত, করিবো আমরা মুনাজাত, আল্লাহ করবেন গুনাহ মাফ, তোমাদের রইল দাওয়াত, পালন করবে শবে বরাত I
একজন বাবাকে তার মেয়ের কাছে এতটা আদর্শ হওয়া উচিত যে আদর্শ যা দেখে সেই মেয়ে পৃথিবীর অপর সকল ছেলেকে যাচাই করবে। - জর্জ ই. ল্যাং
এই বিশেষ দিনে আমি আল্লাহর কাছে প্রার্থনা করি, যেন তিনি তোমার জন্য জান্নাতের পথ সুগম করেন এবং তোমাকে জীবনে সত্যিকার সফলতায় পৌঁছাতে সাহায্য করেন। জন্মদিন মোবারক!
সূরা আলে ইমরান, আয়াত ১৩: তোমরা নিজে শান্তি পাও কারণ আল্লাহ তোমাদের সাথে রয়েছেন।
আজকের রাতে, আল্লাহর কাছে কৃতজ্ঞতা প্রকাশ করুন, তার অশেষ রহমত ও অনুগ্রহের জন্য।
আমি আল্লাহ এর একজন বান্দা এবং এ কারণে আমি এটা বিশ্বাস করি যে মানুষ হয়ে মানুষকে ঘৃণা করা এক প্রকার পাপ। — খান আব্দুল গাফফার খান