#Quote
More Quotes
যে আল্লাহর পথে নিজের দায়িত্ব অর্পণ করে, আল্লাহ তাকে সঠিক পথে পরিচালিত করেন।
হে আল্লাহ! কষ্ট পেলে আমি কাঁদি, এর মানে এই নয় যে তোমার ফয়সালায় আমি অসন্তুষ্ট। বরং আমি তো কাঁদি তোমার স্নেহ পেতে, তোমার সাহায্য পেতে।
চাওয়াটা যখন আল্লাহর কাছে পাওয়াটা তখন সুনিশ্চিত
মিস ইউ বাবা,,, জানি তোমার সাথে এ জন্মে দেখা হবে না কখনো। বাট পরকালে আল্লাহর কাছে তোমাকেই সবার আগে চাইবো, কারণ বাবা কি জিনিস সেটা বুঝার আগেই আল্লাহ আমার কাছ থেকে তোমাকে কেড়ে নিয়ে গেছেন।
আল্লাহ যেন তোমার সফরকে নিরাপদ করেন এবং আবার দেখা করার তাওফিক দেন।
ঈদের দিন বাবার হাতের দোয়া ছাড়া যেন সবকিছুই অসম্পূর্ণ লাগে। আব্বু, তোমার জন্য দোয়া রইল, আল্লাহ যেন তোমাকে জান্নাতের সর্বোচ্চ স্থানে রাখেন।
আল্লাহ তোমাকে রক্ষা করতে চাইলে কেউ তোমার ক্ষতি করতে পারবে না আল্লাহ তোমাকে শাস্তি দিতে চাইলে কেউ তোমাকে বাঁচাতে পারবে না তাই আল্লাহকে ভয় করুন এবং আল্লাহর কাছে আশ্রয় প্রার্থনা করুন এবং কারো কাছ থেকে।
আমরা জানি না, আগামী বছর এই রাতে আমরা থাকবো কি না! তাই আসুন, এই সুযোগ হাতছাড়া না করে আল্লাহর দরবারে ফিরে যাই। শবে বরাত মোবারক!
আল্লাহর উপর ভরসা রেখে নিজের কাজ নিজে করে যান। আল্লাহই আপনার পথের সবকটা সরিয়ে দিবেন ইনশাআল্লাহ।
পৃথিবিটা আল্লাহর রহমতে ঘেরা, হলো আফসোস, দুনিয়ার মানুষগুলো সবাই, অহঙ্কারে, সেরা