#Quote
More Quotes
প্রতি সোমবার ও বৃহস্পতিবার জান্নাতের দরজা খুলে দেওয়া হয়। হযরত মোহাম্মদ (সাঃ) — জুম্মার দিনের শুভেচ্ছা
শুক্রবার মানে গুনাহ মাফের আরো একটি দিন। আল্লাহ আমাদের সবাইকে জুম্মার দিনের উসিলা করে মাফ করে দিন সবাইকে জানাই জুমার দিনের শুভেচ্ছা
“اللّهُ أَكْبَرُ، اللّهُ أَكْبَرُ، لاَ إِلَهَ إِلاَّ اللّهُ، وَاللّهُ أَكْبَرُ، اللّهُ أَكْبَرُ، وَلِلّهِ الْحَمْدُ” — তাকবীর পাঠ করুন ও ঈদের আনন্দ ছড়িয়ে দিন। ঈদ মোবারক।
আলহামদুলিল্লাহ! জুমার দিন মানেই নতুন আশার আলো… আসুন, আজ অন্তর থেকে তওবা করি। জুম্মা মোবারক ।
জুম্মার দিনে একটি দোয়া কবুল হয়। আসুন, আমরা সবাই এই সুযোগ কাজে লাগাই এবং আল্লাহর কাছে নিজের ও সবার জন্য কল্যাণ কামনা করি। জুম্মা মোবারক!
ঈদ মানে খুশি, ঈদ মানে ভালোবাসা, ঈদ মানে শান্তি। আসুন, এই বিশেষ দিনে একে অপরের পাশে থাকি, সুখ-দুঃখ ভাগাভাগি করি। আপনার জীবন আনন্দে ভরে উঠুক। ঈদ মোবারক!
এই ঈদ হোক আনন্দ ও শান্তির বার্তা নিয়ে। সকল কষ্ট ভুলে গিয়ে প্রাণ খুলে হাসুন, প্রিয়জনদের সঙ্গে কাটান সেরা মুহূর্ত। আল্লাহর রহমত আপনার জীবনে বর্ষিত হোক। ঈদ মোবারক!
আল্লাহ আমাদের সবাইকে পরবর্তী শুক্রবারের, জুম্মার নামাজ আদায় করার তৌফিক দিন।
জুম্মার দিনে সূরা কাহফ পড়ার সময় মনে হয় যেন আল্লাহর রহমতের নদী বয়ে যায় হৃদয়ে।
শুক্রবারে মসজিদে আজান হওয়ার সাথে সাথে তোমরা কেনাবেচা বন্ধ করো, এবং আল্লাহকে স্মরণ করার জন্য ত্বরা করো কারণ এটাই তোমাদের জন্যে উত্তম যদি তোমরা বুঝ। -- জুম্মা মোবারক