#Quote
More Quotes
হে আল্লাহ মনের কথাগুলো তো তুমি যান আমার স্বপ্নগুলো পূরণ করে দিও।
আমি আল্লাহকে সবার চেয়ে বেশি ভয় পাই। তারপর সেই মানুষকেও অনেক ভয় পাই যে আল্লাহকে মোটেই ভয় পায় না।
রাসূলুল্লাহ (সাঃ) বলেছেন, হারানো সন্তান খুঁজে পেলে মা যেমন খুশি হয় , তেমনি আল্লাহর পাপী বান্দা তওবা করলে, আল্লাহ তার চেয়ে বেশি খুশি হন।—আল হাদিস
রমজান আল্লাহ ও বান্দার মাঝে নিতান্ত গোপন ইবাদত তাই এর মাধ্যমে আল্লাহ ও বান্দার মাঝে সম্পর্ক দৃঢ়তর হয়– আল হাদিস
পথ হারা বান্দা আমি চাই যে আলোর দিশা, মুছে দাও হে আল্লাহ সকল পাপের নিশা, ক্ষমা ও ভালোবাসা তোমার অবদান, তাইতো তোমার নাম রেখেছ রহিম রহমান ।
শবে বরাত” – ক্ষমা ও মুক্তির রাত। আল্লাহর কাছে ক্ষমা চাই, নেক আমলের প্রতিজ্ঞা করি।
নামাজ পড়, রোজা রাখ, কলমা পড় ভাই, তোর আখেরের কাজ করার সময় আর না।-কাজী নজরুল ইসলাম
আজকের রাতে, দরিদ্র ও অভাবীদের পাশে থাকুন, তাদের সাহায্য করুন, আল্লাহর রহমত লাভ করুন।
নিজেকে পরিবর্তনের সর্বোচ্চ চেষ্টা করছি। আল্লাহকে খুশি করাই আমার প্রধান উদ্দেশ্য।
আল্লাহ সুন্দর তিনি সৌন্দর্যকেই পছন্দ করেন।