#Quote
More Quotes
রমজান গুনাহ মোচনের অন্যতম মাধ্যম। – আল হাদিস
আল্লাহ তাঁর প্রিয়জনদের পরীক্ষা করেন যাতে তাঁর প্রেমের গভীরতা তারা বুঝতে পারে। প্রতিটি বিপদে তাঁর নামে জপ করুন, তিনি অবশ্যই উদ্ধারের পথ দেখাবেন। তাঁর প্রেম অনন্ত, তাঁর দান অফুরন্ত।
আল্লাহর প্রেমে যেমন গভীরতা আছে, তেমনি তাঁর শাস্তিরও ভয় রয়েছে। তাঁর আদেশ মেনে চলা এবং গুনাহ থেকে বিরত থাকা তাঁর প্রেমের প্রকাশ। আসুন নিজেদেরকে তাঁর পথে উৎসর্গ করি এবং প্রতিটি কাজে তাঁর মর্জি খুঁজি।
আজকের রাতে, দোয়া করুন আপনার আপনার পরিবার ও বন্ধুবান্ধবের জন্য। আল্লাহ সকলের গুনাহ মাফ করুন।
হে আল্লাহ, তুমি আমাদের গুনাহ মাফ করো, তুমি আমাদের হেদায়েত দাও, তুমি আমাদের জীবন সুন্দর করো! শবে বরাতের এই পবিত্র রাতে তোমার কাছে ক্ষমা চাইছি, আমাদের সবাইকে কবুল করো!
وَتُوبُوا إِلَى اللَّهِ جَمِيعًا তোমরা সবাই আল্লাহর কাছে তওবা করো..!! (সূরা আন-নূর:৩১)
আল্লাহ মুমিনদের পরীক্ষা করেন, যাতে তারা তাদের গুনাহ থেকে মুক্তি পায় – হাদিস
সবাই ঘুমিয়ে পড়লেও আল্লাহ কখনো ঘুমান না, রাতের অন্ধকারে যখন হৃদয় ভারী হয়ে আসে, তখন শুধু আল্লাহর কাছে নিজেকে সমর্পণ করাই একমাত্র মুক্তি।
কেক, গিফট নয় আজ চাই আল্লাহর রহমত।চাই চোখের পানি দিয়ে তওবা করা চাই গোনাহ মাফ করার তৌফিক।হে আল্লাহ, এই জন্মদিনে আমাকে নবজীবনের দোয়া দাও।
হে আল্লাহ, আমাদের সকল গুনাহ ক্ষমা করো এবং হেদায়েতের পথে চালিত করো। আমিন!