#Quote
More Quotes
রোজার পুরষ্কার আল্লাহ নিজ হাতে প্রদান করবেন। – আল হাদিস
অবশ্যই আল্লাহ তোমাদেরকে সেই আমানতের ব্যাপারে জিজ্ঞাসাবাদ করবেন, যা তোমাদের দায়িত্বে দেওয়া হয়েছে। -(সূরা আন-নিসা, আয়াত ৫৮)
ক্ষুধার্তদের মসিহা হন, গরিব দুঃখীদের সাহায্য করুন, আল্লাহ আশীর্বাদ সর্বদা আপনার সঙ্গে থাকবে।
আল্লাহর কাছে একটাই চাওয়া ।-আমার দ্বারা কেউ যেনো কোনোদিন কষ্ট না পায়।
রামাদান মোবারক। এই রমজান হোক আমাদের জীবনের সেরা রমজান। আল্লাহ সবাইকে পাপ মুক্ত করার তৌফিন দান করুক এই রামাদান মাসে।
প্রতিটি রোজাদার বান্দার মুখের দুর্গন্ধ আল্লাহর কাছে মেশকের চেয়ে বেশী ঘ্রানযুক্ত।— আল হাদিস
আল্লাহ তায়ালা সর্বোত্তম শিফা দান কারী। একটু ধৈর্য ধ্রুন, দেখবেন আল্লাহ তায়ালা তার রহমত দিয়ে আপনাকে সুস্থতা দান করবেন।
হে আল্লাহ আপনি সকল রোগ মুক্তির মালিক। আপনার অসীম দয়ার মাধ্যমে আমাদের সুস্থ করে দিন এবং আমাদের সব ধরনের রোগ থেকে রক্ষা করুন। আমিন।
আমায় রাখবেন কি , আপনার মোনাজাতে? কোনও এক রাতে আল্লাহ যদি তার মেহমান করে আমাকে নিয়ে যাই। কতটাই কষ্ট পাবে।
وَاللَّهُ يُحِبُّ الْمُحْسِنِينَ নিশ্চয়ই আল্লাহ সৎকর্মশীলদের ভালোবাসেন..!! (সূরা আল-বাকারা:১৯৫)