#Quote

মেঘের মাঝে হারিয়ে যাওয়া রোদ।

Facebook
Twitter
More Quotes
আমি মস্তিস্কের সমস্ত জানালা খুলে দাঁড়িয়ে রয়েছি, কেউ আসছে না। না রোদ, না পাখির নেকলেস। কেবল উত্তর পাহাড়ের হিম, ঠান্ডা হাত ছুঁয়ে যাচ্ছে ব্যথিত চিবুক
তোমার অভাব বয়ে বেড়াই, ঠিক নদীর মতো, যার গতি কোনোদিন থামে না।
পথ বলে দেয়, কোথায় যেতে হবে।
মেঘের বহু রং,কখনো সে দুধের মত সাদা,কখনো বা ধূসর কালো,আবার কখনো লালচে আভা মিশে থাকে মেঘের গায়ে,তবুও সব রঙেরই যেন ভিন্ন মাধুর্য রয়েছে।
তোমার শহরে মেঘ জমেছে আমার শহরে বৃষ্টি, ভালোবাসায় রাখবো তোমায় যদি দাও বাকা চোখের দৃষ্টি।
মেঘ তোর সঙ্গে যাবো, হাওয়ায় ভেসে শীল কুরাবো । মেঘ তোর সঙ্গে যাবো, ঠান্ডা হাওয়ায় প্রাণ জুরাবো ।
মেঘ তুমি দেখতে পাও আকাশ পানে জমে তেমনি কি মন খারাপও দেখতে পাও, যা হৃদয় মাঝে জমে
শীতের আকাঁশে বৃষ্টির মেঘ । আসবে আজ বৃষ্টি । প্রাণী কূলে হবে সমস্যা ,দেখা দিবে অনা সৃষ্টি।
আকাশ এতো মেঘলা, যেও নাকো একলা
চেনা গলিপথে হয়না দেখা আর, মেঘের এখন অন্য পাড়ায় ঘর, চাতক আজও বৃষ্টি ভালোবাসে, রোদের আঁচে ক্ষয়প্রাপ্ত স্মৃতির অবসর।