#Quote

রুপে রুপে অপরূপা খুঁজেছি তোমায়, পবন এর যবনিকা যত করি ভুল, তত যেন বেড়ে যায়।

Facebook
Twitter
More Quotes
হে আমার মানুষ- রঙ্গিনী, তুমি যেন অনন্ত যৌবনা, চিরন্তন কামনার সঙ্গিনী।
হৃদয়ে জমা হয়ে আছে, আহত স্মৃতির ভিড়, তবুও তোমাকেই খুঁজেছি আমি এখনো চাই তোমাকেই।
ধরা তারে ধরতে নাহি দেয় ঘরের প্রদীপ দিয়ে, সে শিশির হয়ে কাঁদে খেলে পাখির পালক নিয়ে।
ভাব বিলাসী অপরুপ সে দুরন্ত, বাঁধনহারা মন সদা তার উড়ন্ত।
আসিবে তুমি জানি প্রিয় আনন্দে বনে বসন্ত এলো ভুবন হল সরসা, প্রিয়-দরশা, মনোহর।বনানতে পবন অশান্ত হল তাই কোকিল কুহরে, ঝরে গিরি নির্ঝরিণী ঝর ঝর। - কাজী নজরুল ইসলাম
ঠাই নাই ঠাই নাই ছোট সে তরী, আমারে সোনার ধানে গিয়েছে ভরি।
অনেক ছিল বলার- যদি সেদিন ভালবাসতে, পথ ছিল গো চলার- যদি দ্বীপ্রহরে আসতে।
তুমি আমার রঙিন স্বপ্ন শিল্পী রঙে ছবি, তুমি আমার চাঁদের আলো সকাল বেলার রবি।
গুঞ্জরে সে মৌ মক্ষীর গুঞ্জনে, সে ফুলের সাথে ফোটে- ঝরে পরাগ হয়ে অঙ্গনে।
প্রেম ধীরে মুছে যায়, নক্ষত্রেরও একদিন মরে যেতে হয়।