#Quote
More Quotes
যা দ্বারা আল্লাহ তোমাদের কাউকে অপর কারও ওপর শ্রেষ্ঠত্ব দান করেছেন, তোমরা তার লালসা করো না।- সূরা আন-নিসা, আয়াত: ৩২
চাঁদের আলোয় ঝলমল করে, আনন্দে মুখরিত সকল ঘর। ঈদের শুভেচ্ছা জানাই আপনার ও আপনার পরিবারের।
আল্লাহ আমাদের সবাইকে পরবর্তী, শুক্রবারের জুম্মার নামাজ আদায় করার তৌফিক দিন।
ঈদ মানে খাওয়া দাওয়া, ঈদ মানে নামাজ পড়া ঈদ মানে সালামি আর ঈদ মানে ঘোরা ফেরা Eid মানে মিলন মেলা, ঈদ মানে খুশি ঈদ মানে আনন্দ আর এক চিলতে হাসি এই ঈদে হাসি ফুটুক তোমার মুখে প্রার্থনা করি সারাজীবন থাকো তুমি সুখে ঈদ মোবারক
আল্লাহর কাছে সবচেয়ে অপ্রিয় হালাল তালাক( বিবাহবিচ্ছেদ)। — হযরত মুহাম্মাদ (স.)
চেহারাটা কখনো বদলানো যাবে না, কারণ এটা মহান আল্লাহর সৃষ্টি, তুমি তোমার চরিত্র টা বদলাও কারন এটা তোমার সৃষ্টি করা!
আল্লাহ বান্দা সবাই সমান, ধনী গরীব সমাজের তৈরি।
নামাজ পড়ে আল্লাহর কাছে কান্না করো, মানুষ নয়।
আমরা জানি না, আগামী বছর এই রাতে আমরা থাকবো কি না! তাই আসুন, এই সুযোগ হাতছাড়া না করে আল্লাহর দরবারে ফিরে যাই। শবে বরাত মোবারক!
হে ঈমানদারেরা, তোমরা ধৈর্য এবং নামাজের মাধ্যমে আল্লাহর কাছে সাহায্য প্রার্থনা করো, নিশ্চয়ই আল্লাহ ধৈর্যশীলদের সাথে আছেন।--- আল কোরআন