#Quote

আকাশ পরিমান অনিশ্চয়তার মধ্যে আল্লাহ ভরশা, আর আল্লাহ যা করেন আমাদের ভালোর জন্যই করেন! এই দুইটা কথা আমাকে অনেক বেশি স্বস্তি দেয়!

Facebook
Twitter
More Quotes
শবে বরাত – ধৈর্য ও সহনশীলতার রাত। ধৈর্য ধরুন, আল্লাহর সাহায্যের জন্য প্রতীক্ষা করুন।
ভালোবাসার জন্য যার পতন হয় সে বিধাতার কাছে আকাশের তারার মত উজ্জ্বল।
রোজা আল্লাহর উপর আমাদের বিশ্বাসের একটি চিহ্ন বা প্রতীক যা আমাদেরকে স্মরণ করিয়ে দেয় যে রিজিকের মালিক একমাত্র আল্লাহ তায়ালা।— ডাল্লাস উইলার্ড
আউয়াল ওয়াক্তে অর্থাৎ প্রথম ওয়াক্তে সালাত আদায় করলে আল্লাহ তায়ালা খুশী হন। - আল হাদীস
আজকের রাতে, আল্লাহর নাম স্মরণ করুন। জিকির ও তাসবিহ পড়ুন।
وَلَا تَحْسَبَنَّ اللَّهَ غَافِلًا عَمَّا يَعْمَلُ الظَّالِمُونَ অন্যায়কারীদের কাজ থেকে আল্লাহ গাফিল নন..!! (সূরা ইব্রাহীম:৪২)
নীরবতা যে কতোটা সুন্দর হয় তা রাতের আকাশটার দিকে তাকালে বোঝা যায়।
আমার জানলা দিয়ে একটুখানি, একটু বর্ষা একটু গ্রীষ্ম, আকাশ দেখা যায় একটুখানি শীত, সেই একটুখানি চৌকো ছবি আমার জানলা দিয়ে আমার পৃথিবী | আঁকড়ে ধরে রাখা, সেই পৃথিবীতে বিকেলের রং হেমন্তে হলুদ, সেই পৃথিবীতে পাশের বাড়ির কান্না শোনা যায়, পৃথিবীটা বড়ই ছোট আমার জানালায়, আমার জানলা দিয়ে আমার পৃথিবী |
যখন তোমাকে খুব মিস করি, তখন ঐ নীল আকাশের দিকে তাকিয়ে থাকি। জানি সেখানে তোমাকে দেখা পাবো না, কিন্তূ এই ভেবে শান্তনা পাই যে, দুজনে এক নীল আকাশের নিচেই তো আছি।
আল্লাহ যেটা দেয় না, সেটা থেকেও ভালো কিছু রেখে দেয়।