#Quote
More Quotes
রমজান আল্লাহ ও বান্দার মাঝে নিতান্ত গোপন ইবাদত তাই এর মাধ্যমে আল্লাহ ও বান্দার মাঝে সম্পর্ক দৃঢ়তর হয়। – আল হাদিস
চাচা আপনার সাথে কতো শত সৃতি জড়িয়ে আছে। আল্লাহ আপনার সকল মাফ করে দিক। আল্লাহ আপনাকে জান্নাতুল ফেরদৌস নসিব করুক আমিন।
অসুস্থতা শুধু কষ্ট নয়, এটি গুনাহ মাফেরও একটি উপায়। আল্লাহর ওপর ভরসা রাখো, সবকিছুই তাঁর রহমতের অংশ।
আল্লাহ তাআলা বলেন: “তোমরা সবসময় আল্লাহর উপর বিশ্বাস রাখো, কারণ আল্লাহ সবার জন্য যথেষ্ট।
যারা এই গরমেও হিজাব, নিকাব পরে; আল্লাহ তাদের এমন দিন ছায়া দিবে, যেদিন তাঁর ছায়া ব্যতীত অন্য কোনো ছায়া ই বিরাজমান থাকবে না। -আবিদা
ধৈর্য্য ধরো তুমিও সফল হবে ইনশাআল্লাহ একদিন
আল্লাহর প্রতি ভয়: আল্লাহ স্বার্থপর মানুষদেরকে পছন্দ করেন না। তাই, আল্লাহর প্রতি ভয় পেলে আমরা স্বার্থপরতা থেকে বিরত থাকতে পারি।
আপনি যদি চান আল্লাহ্ আপনার সবগুলো পছন্দনীয় কাজ গ্রহণ করুন, তাহলে আপনি আল্লাহর পছন্দনীয় কাজগুলোই করতে থাকুন।
শবে বরাত ভাগ্যের রাত আল্লাহর কাছে ভালো ভাগ্যের জন্য প্রার্থনা করুন।
ভাগ্যে কি আছে জানিনা তবে আল্লাহ যা করেন ভালোর জন্যই করেন।