More Quotes by Lalon
ও যার আপন খবর আপনার হয় না একবার আপনারে চিনতে পারলে রে যাবে আচেনারে চেনা - লালন
দেখলেরে চমৎকার প্রাণ বাঁচা ভার সেই ফাঁদে যে পরেছে। - লালন
আমার জনম গেলো তোমার আশে তুমি দাও হে দেখা অন্তিমে এসে - লালন
যদি জরামৃত হয়, তবে অটল পদ না কয় ফকির লালন বলে তা কয়জন বোঝে। - লালন
শুনি ঘাড়ের উপরে মানুষ মুর্শিদরূপে রয়েছে। - লালন
চাঁদে চাঁদ ঢাকা দেওয়া চাঁদে দেয় চাঁদের খেওয়া দেওয়া। - লালন
না ছিল আসমান জমিন পবনপানি সাঁই তখন নিরাকারে। - লালন
নূর টলে হলো নৈরাকার নৈরাকারস্বপ্ন কী প্রকার - লালন
সত্তর হাজার সাল ধরে গাছের পরে সাধন করে, বারিতলায় হুকুম হলো, নসূর ঝরিল ঝরিয়ে দুনিয়া সৃষ্টি করে। - লালন
কতো কামী লোভী পরেছে ধরা চার খাইবার আশে। - লালন