#Quote
More Quotes by Lalon
শুনেছি সাধুর করুনা সাধুর চরণ পরশিলে হয় গো সোনা - লালন
মানুষ ছাড়া ক্ষ্যাপা রে তুই মূল হারাবি মানুষ ভজলে সোনার মানুষ হবি। - লালন
কী বলবো সেই ফাঁদের কথা কাক মারিতে কামান পাতা আরম্ভ করেছে। - লালন
চাঁদে চাঁদ ঢাকা দেওয়া চাঁদে দেয় চাঁদের খেওয়া দেওয়া। - লালন
ব্রাহ্মণ চন্ডাল চামার মুচি একি জলেই সব হয় গো সুচি দেখে শুনে হয় না রুচি যমে তো কাউকে ছাড়বে না
ফনি মণি জিনি রূপের বাখানি আছে দুইরূপে একরূপ হল করা। - লালন
না ছিল আসমান জমিন পবনপানি সাঁই তখন নিরাকারে। - লালন
আমার জনম গেলো তোমার আশে তুমি দাও হে দেখা অন্তিমে এসে। - লালন
দেখলেরে চমৎকার প্রাণ বাঁচা ভার সেই ফাঁদে যে পরেছে। - লালন
শুনি ঘাড়ের উপরে মানুষ মুর্শিদরূপে রয়েছে। - লালন