#Quote

কবিতার প্রিয় পান্ডুলিপি জুড়ে হঠাৎ কেমন ধূসর কুয়াশা নেমে আসে, প্রেমিকার উষ্ণ হাত মনে হয় যেন নিরুত্তাপ, অনুভূতিহীন এ কী শীমপ্রাসাদে আবার জমে বরফের স্তুপ।

Facebook
Twitter
More Quotes by Mahadev Saha
পৃথিবীতে সবচেয়ে দামী জিনিস ভালোবাসা, কারণ এটা শুধু হৃদয় দিয়েই পাওয়া যায়, টাকায় নয়।
টেলিফোন ঘোরাতে ঘোরাতে আমি ক্লান্ত ডাকতে ডাকতে একশেষ; কেউ ডাক শোনে না, কেউ ফিরে তাকায় না এই হিমঘরে ভাঙ্গা চেয়ারে একা বসে আছি। এ কী শাস্তি তুমি আমাকে দিচ্ছো ঈশর, এভাবে দগ্ধ হওয়ার নাম কি বেঁচে থাকা
বেঁচে আছি এই তো আনন্দ, এই আনন্দে সব আঘাত আমি মাথা পেতে নেবো
আমি কোনো মুখের সৌন্দর্যে প্রেমে পড়ি না, আমি হৃদয়ের গভীরে যে কোমলতা, সেটাতেই মোহিত হই।
আমি বারবার প্রেমে পড়েছি, কারণ প্রেম আমাকে বারবার মানুষ করেছে, নরম করেছে হৃদয়।
আমি যাকে ভালোবাসি, তার জন্য কোনো প্রমাণ চাই না, তার অস্তিত্বই আমার প্রাপ্তি।
কবিতা শুধু কাগজে লেখা শব্দ নয়, কবিতা হলো হৃদয়ের ভাষা, যেটা কাঁদায়, হাসায়, ভালোবাসায়
ভালোবাসা যদি কাঁটা হয়ে বুকে বিঁধে, তবুও সে কাঁটার নামই আমি ফুল রাখি।
তোমার বুকের মধ্যে আমাকে লুকিয়ে রাখো আমি এই মাটি ছেড়ে, মাটির সান্নিধ্য ছেড়ে, আকাশের আত্মীয়তা ছেড়ে, চাই না কোথাও যেতে, কোথাও যেতে
বিষাদ ছুঁয়েছে আজ, মন ভালো নেই, মন ভালো নেই; ফাঁকা রাস্তা, শূন্য বারান্দা সারাদিন ডাকি সাড়া নেই, একবার ফিরেও চায় না কেউ পথ ভুলকরে চলে যায়, এদিকে আসে না আমি কি সহস্র সহস্র বর্ষ এভাবে তাকিয়ে থাকবো শূন্যতার দিকে?