#Quote
More Quotes
ভুলগুলো ক্ষমা করা যায়, কিন্তু কষ্টগুলো ভুলা যায় না।
নিশ্চয় আল্লাহ সুন্দর, তিনি সৌন্দর্য ভালোবাসেন। অহংকার হচ্ছে, সত্যকে প্রত্যাখ্যান করা ও মানুষকে তুচ্ছজ্ঞান করা।
আল্লাহই তোমাদের জীবন দান করেছেন। তিনিই তোমাদের মৃত্যু ঘটাবেন। আবার তিনিই তোমাদেরকে পুনরুত্থিত করবেন। তারপরও মানুষ অতি-অকৃতজ্ঞ । — সূরা হাজ্জ, আয়াতঃ ৬৬।
এমন মানুষদের মধ্যে থাকুন যারা আপনাকে আল্লাহর কথা মনে করিয়ে দিবে। – ড. বিলাল ফিলিপ্স
আল্লাহ আমিও যেন আমার বাবার মত একজন সাহসী যোদ্ধা হতে পারি।
যে ব্যক্তি দান করে এবং সৎ মনে দান করে, তার জন্য আল্লাহ দ্বিগুণ বরকত দেন। (সহীহ বুখারি)
আল্লাহর জন্য ভালোবাসা দূরত্বকে কমিয়ে আনে কারণ অন্তরগুলো তাঁরই হাতে!!
وَتَوَكَّلْ عَلَى اللَّهِ وَكَفَى بِاللَّهِ وَكِيلًا আল্লাহর উপর ভরসা করো,তিনিই সর্বোত্তম রক্ষক..!! (সূরা আল-আহযাব:৩)
যারা আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন করে এবং তার হুকুম অনুসরণ করে, তাদের সন্তানরাও আল্লাহর রহমত পাবে।
আল্লাহ কোন বান্দাকে তার সামর্থ্যের বেশি বোঝা দেন না।