#Quote
More Quotes
শবে বরাত” – পুনর্মিলনের রাত, আল্লাহর সাথে পুনর্মিলনের জন্য প্রার্থনা করুন।
আল্লাহ তাদের প্রতি দয়া করবেন না যারা মানুষ জাতির প্রতি দয়াবান নয়। – সহীহ বুখারী
আল্লাহ বলেন -তোমাদের মধ্যে আল্লাহর কাছে সেই অধিক মর্যাদাসম্পন্ন যে তোমাদের মধ্যে অধিক তাকওয়া সম্পন্ন। নিশ্চয় আল্লাহ তো সর্বজ্ঞ, সম্যক অবহিত। (সুরা হুজরাত আয়াত-১৩)
আল্লাহ আমাদের শিরকের হাত থেকে রক্ষা করুন।
আল্লাহ”বলেছেন যে ব্যক্তি আমার ভয়ে ১ ফোটা চোখের পানি ফেলবে আমি আল্লাহ তার জন্য জাহান্নামের আগুন হারাম করে দিবে
যে ব্যক্তি রুকু থেকে মাথা উঠিয়ে সামি আল্লাহ হুলিমান হামিদা বলার পর রাব্বানা লাকাল হামদ বলে । মহান আল্লাহপাক ৩০ জন ফেরেশতা দারা তার জন্য সওয়াব লেখার প্রতিযোগিতা করায় । - বুখারী শরীফ ৭৬৩
রহমত, মাগফিরাত ও নাজাতের মাস পবিত্র রমজান। আসুন আমরা সকলে মিলে এই মাসকে পবিত্রভাবে কাটাই এবং আল্লাহর রহমতের ভাগীদার হই।
তুমি যদি পূর্ণভাবে আল্লাহর ওপর ভরসা করো, যেমনটা করা উচিৎ, তাহলে তিনি অবশ্যই তোমার সব প্রয়োজন পূরণ করবেন, যেমনটা তিনি পাখিদের জন্য করেন। তারা ক্ষুধার্ত হয়ে বাসা থেকে বের হয়, কিন্তু ভরা পেট নিয়ে নীড়ে ফেরে– তিরমিযী
পথ হারা বান্দা আমি চাই যে আলোর দিশা, মুছে দাও হে আল্লাহ সকল পাপের নিশা, ক্ষমা ও ভালোবাসা তোমার অবদান, তাইতো তোমার নাম রেখেছ রহিম রহমান ।
ছাত্রলীগের উদ্দীপনা ও নেতৃত্বে আমরা দেশের সামর্থ্য এবং উন্নতির দিকে অগ্রসর হচ্ছি। এখানে অধ্যয়ন এবং সাংগঠনিক কাজের সমন্বয় বলেই আমরা দক্ষ হচ্ছি।