#Quote

পলকেই দেখা যায় তাকে। আবার পলকেই বিলীন মন তো তৃণ নয়। তবু কেন ছুটে যায় সোনার হরিণ

Facebook
Twitter
More Quotes
মন তো বন্দর নয়। তবুও ফিরে আসা কোনো জাহাজ, যে- অজান্তেই ডুবে গেছে চোখে। তোর কাজলের সাহায্যে
আমার হৃদয়ে বিরাজ করে যা খুশি তাই করো, শাওন, ভাদর, আষাঢ় শ্রাবণ বৃষ্টি হয়ে ঝরো।
যেন তোমাকেই ভালবেসেছি শতরূপে বহুবার, ভালোবাসায় হাজার প্লাবনে ভেসে গেছি কতোবার।
ভালোবেসে এসো তুমি আমার এই জীবনে, আধার ঘোচায় যেমন প্রদীপ নিজের আলোর গুনে।
কতো করুনায় চাতকের মতো চেয়ে থেকেছি, যতবার দেখেছি তোমায়, ততবার তৃষিত হয়েছি।
তুমি বোঝো? কতো ভালোবাসি তোমাকে? যতটা আকাশ তার বিশাল বুকে, মেঘকে ধরে রাখে।
পরিবর্তে আসবেনা কিছুই। জানা ছিলো তবু, তোর- হৃদির পিঞ্জরে রেখে যেতো চিঠি, মেঘের কবুতর
জানিনা এ কিসের মোহ। জানিনা কিসের অলীক টানে, আয়না হয়ে দাঁড়িয়ে আছি। তোমার চোখের মরূদ্যানে।
ঠাঁই নেই সেই আকুল পাথার ডুব দিয়েছি কবে! প্রথমবার তোমার চোঁখে চোঁখ রেখেছি যবে!
ভোর-জানালার রোদশিখার মতো তোমার চাহনি ,বুক ভেদ করে চলে যায়- এপাশ ওপাশ। এ বড় মধুর দহন আমার আমি তোমাতেই বিলীন! তোমার চোখের ধারালো ছুরিতে ব্যবচ্ছেদ হবার সুযোগ পেলে ব্যবহারিক ক্লাসে জেগে থাকবো উদ্ভিদচারা হয়ে।