#Quote
More Quotes
গুঞ্জরে সে মৌ মক্ষীর গুঞ্জনে, সে ফুলের সাথে ফোটে- ঝরে পরাগ হয়ে অঙ্গনে।
রুপে রুপে অপরূপা খুঁজেছি তোমায়, পবন এর যবনিকা যত করি ভুল, তত যেন বেড়ে যায়।
প্রেম ধীরে মুছে যায়, নক্ষত্রেরও একদিন মরে যেতে হয়।
ঠাই নাই ঠাই নাই ছোট সে তরী, আমারে সোনার ধানে গিয়েছে ভরি।
তোমার মুখের রূপ আমি কত শত শতাব্দী দেখিনি, হারিয়ে যাওয়া ভালোবাসা ও আর খুঁজিনি।
অনেক ছিল বলার- যদি সেদিন ভালবাসতে, পথ ছিল গো চলার- যদি দ্বীপ্রহরে আসতে।
ধরা তারে ধরতে নাহি দেয় ঘরের প্রদীপ দিয়ে, সে শিশির হয়ে কাঁদে খেলে পাখির পালক নিয়ে।
ভাব বিলাসী অপরুপ সে দুরন্ত, বাঁধনহারা মন সদা তার উড়ন্ত।
এক বালিশ ঘুম জমে আছে চোখে মেঘের গালে টোল, নীরবতা যত জটিল হয়, কথা আজও সহজ সরল।
আমার প্রিয়তমা সে যেন এক রঙিন প্রজাপতি, কখনো তার ফুলের দিকে মতি- তো কখনো ভুলের দিকে গতি।