#Quote

পুকুরের উপর ঢেউ গল্প বলে, রহস্যের ফিসফিসানি, পর্দার মতো নরম, ধূসর রঙের ক্যানভাসে আকাশের অশ্রু, জলের ব্যালেতে সৌন্দর্য আঁকা।

Facebook
Twitter
More Quotes
একদিন চলে যেতে চাই সব ছেড়ে দূর কোনো এক দেশে যেইখানে এসে, বলবে না কেউ এখানে জীবন মানে ভুল মানুষে, পাড় ভাঙা ঢেউ!
বৃষ্টির পরেই সূর্য আবার উদিত হবে, জীবনও এরকমই; খারাপ সময় পেরিয়ে ভালো সময়ও সবার জীবনে হাজির হয়।
হেমন্তের রংবেরঙের পাতা যেন প্রকৃতির ক্যানভাসে আঁকা এক অপূর্ব চিত্রকর্মের প্রতিচ্ছবি।
আমি শিল্পী নই, কিন্তু ছবি–রংতুলি দেখলে হাত আপনিই ছুটে যায়; আমি লেখক নই, কিন্তু লিখতে লিখতে লিখতে আয়ু ক্ষয় করে ফেললাম, আমি কবি নই, কিন্তু আমার স্বপ্নগুলোকে আকার দিতে জীবনপাত করে যেতে রাজি আছি। একটা জীবন কিছুই করলাম না, নিজের মতো করে জীবনটাই যাপন করলাম না। বড় দুঃখী একটা মানুষ আমি। আমার সেই দুঃখ আমি ভুলে যাই, যখন আমি লিখি, যখন আমি আঁকি! - আনিসুল হক
অগাধ বিশ্বের এক টুকরা আকাশের ক্যানভাস, তার উপর আঁকা অসংখ্য নক্ষত্রের ছবি। আমরা সবাই সেই ছবিরই একটা ক্ষুদ্র, কিন্তু অবিস্মরণীয় রেখা।
সেদিন বৃষ্টি ছিলোনা, ছিলোনা মেঘ আকাশে! প্রথম দেখেছিলাম তোমায়…. শরতের রোদ মাখা স্নিগ্ধ কোমল বাতাসে।
কিছু মেঘ গুমোট করুক আকাশের মাঝেই,সব মেঘেদের যে মাটির বুকে ঝড়ে পড়তে নেই৷
দূর দিগন্তে চেয়ে আছি, নীল আকাশের পানে । মেঘ বৃষ্টি হয়ে ঝরে পড়ো , আমার এই ক্লান্ত গায়ে।
বৃষ্টির দিনে খিচুড়ির ঘ্রাণের সঙ্গে তোমার উপস্থিতি খুব দরকার প্রিয়। আমন্ত্রণ রইল।
ফিরতি পথে মেঘের দল, অনেকটা পথ সঙ্গী হলো, দুর্গমতায় মূর্ছা যাওয়ায়, পথ দেখিয়ে সাথে চললো ।প্রকৃতি দিয়েছে তাদের দায়িত্ব এক, বর্ষা নামাতে পাহাড় জুড়ে তারই ফাঁকে তারা দিয়েছে আমায় একটা দুপুর, গন্ধ মাখা অর্কিডের।পাহাড়ে তখন পাইন আর রডোডেনড্রন ,বিদ্রোহ হেঁকে চলে, এগিয়ে দিয়েছিলো সমতলে আমায়, এসব ঝঞ্ঝাট ফেলে, খুব আগলে ।বিদায়বেলায় জিজ্ঞেস করলাম একবার,”তোমাদেরকে যে কিছুই নেই দেবার!” শুধু বললো হেসে, “হে পরদেশী,বিরহ ভুলে একটা রূপকথা লেখো সবার।”চায়নি তারা কিছুই, বরং দিয়েছিল বাকি জীবন বেঁচে থাকার রসদ।ফিরতি পথে মেঘের দল,একপশলা বৃষ্টি নিয়ে সঙ্গী হলো অনেকটা পথ।