#Quote

ফিরতি পথে মেঘের দল, অনেকটা পথ সঙ্গী হলো, দুর্গমতায় মূর্ছা যাওয়ায়, পথ দেখিয়ে সাথে চললো ।প্রকৃতি দিয়েছে তাদের দায়িত্ব এক, বর্ষা নামাতে পাহাড় জুড়ে তারই ফাঁকে তারা দিয়েছে আমায় একটা দুপুর, গন্ধ মাখা অর্কিডের।পাহাড়ে তখন পাইন আর রডোডেনড্রন ,বিদ্রোহ হেঁকে চলে, এগিয়ে দিয়েছিলো সমতলে আমায়, এসব ঝঞ্ঝাট ফেলে, খুব আগলে ।বিদায়বেলায় জিজ্ঞেস করলাম একবার,”তোমাদেরকে যে কিছুই নেই দেবার!” শুধু বললো হেসে, “হে পরদেশী,বিরহ ভুলে একটা রূপকথা লেখো সবার।”চায়নি তারা কিছুই, বরং দিয়েছিল বাকি জীবন বেঁচে থাকার রসদ।ফিরতি পথে মেঘের দল,একপশলা বৃষ্টি নিয়ে সঙ্গী হলো অনেকটা পথ।

Facebook
Twitter
More Quotes
বৃষ্টির প্রতিটি ফোঁটায় আমি তোমায় অনুভব করি! তাই বৃষ্টি আমাকে ছুঁলে মনে হয় তুমিই আমায় ছুঁয়ে দিলে।
কিছু মানুষ আছে যারা বৃষ্টিকে অনুভব করে, বাকিরা শুধু শরীর ভেজায়
আকাশ থেকে বৃষ্টি নামলে থেমে যায়; কিন্তু মানুষের চোখে বৃষ্টি নামলে সহজে থামতে চায় না।
কিছু কিছু মানুষ আছে যারা বৃষ্টি কে অনুভব করে, বাকিরা শুধু শরীর ভেজায়।
দূর দিগন্তে চেয়ে আছি, নীল আকাশের পানে । মেঘ বৃষ্টি হয়ে ঝরে পড়ো , আমার এই ক্লান্ত গায়ে।
বৃষ্টি যতোটা কাছে, ঠিক ততোটা কাছে আমি তোমাকে চাই।
বিশ্বস্ত সঙ্গী হিসাবে বৃষ্টির ফোঁটাগুলিকে হাতে নিন কারণ তারা আপনার গোপনীয়তা এবং দুঃখ বহন করে।
বৃষ্টি তুমি আবার নামও আমার শহর জুড়ে, কষ্ট গুলো ধুয়ে দাও নিজের মতো করে।
বৃষ্টি তুমি ছুঁয়ে দাও তারে! প্রতিটা ফোঁটায় আমি অনুভব করি যারে।
নাইবা আমি সাগর হলাম মেঘ করবে বলে! বৃষ্টি হলেও হারিয়ে যেতাম অথৈ সাগর জলে।