More Quotes
সেদিন বৃষ্টি ছিলোনা, ছিলোনা মেঘ আকাশে! প্রথম দেখেছিলাম তোমায়…. শরতের রোদ মাখা স্নিগ্ধ কোমল বাতাসে।
বৃষ্টির ফোঁটাগুলি রং বেরঙের মতো পড়ে মনে প্রশান্তিদায়ক সুর বাজায়।
তোমার নীল আকাশে মিশে যাওয়া সাদা মেঘ; ছুঁয়ে যাওয়ার আকুলতাই অন্ধ আবেগ।
মেঘের পালক দুচোখ জুড়ে বৃষ্টি আঁকে তোমার নামে, অল্প অল্প স্মৃতির দাগে নালিশ জমায় বুকের বামে।
সারা দাও কোথায় তুমি এখন পুরো প্রেমের মাস; বৃষ্টি ভেজা স্বপ্ন দেখুক উপেক্ষার মরা ঘাস।
আমার কান্না বর্ষা হয়ে গোলাপ-কাঁটায় বিন্দু আঁকে । জাঁকিয়ে মেঘ তোর ঘরের আকাশে, রোজ নিভৃতে গুমরে কাঁদে৷
আমি বৃষ্টিতে হাঁটতে ভালোবাসি, কারণ তখন কেউ আমার কান্না দেখতে পায়না।
বৃষ্টির প্রতিটি ফোঁটায় আমি তোমায় অনুভব করি! তাই বৃষ্টি আমাকে ছুঁলে মনে হয় তুমিই আমায় ছুঁয়ে দিলে।
কিছু মেঘ গুমোট করুক আকাশের মাঝেই,সব মেঘেদের যে মাটির বুকে ঝড়ে পড়তে নেই৷
বৃষ্টি তুমি আরো কিছুক্ষন থাকো না আমার পাশে; শরীর মন জুড়িয়ে নেই একটু এক নিঃশ্বাসে।