#Quote

ভালবাসার কোন অর্থ বা পরিমাণ নেই. - কাজী নজরুল ইসলাম

Facebook
Twitter
More Quotes by Kazi Nazrul Islam
নুড়ি হাজার বছর ঝরণায় ডুবে থেকেও রস পায় না। - কাজী নজরুল ইসলাম
আমার বিদ্রোহ হবে সেদিন বন্ধ জালিমের কালো কপাট করব যেদিন রুদ্ধ।
জাতি-ধর্ম-কালকে অতিক্রম করিতে পারিয়াছে যাহাদের যৌবন, তাহারাই আজ মহামানব, মহাত্মা, মহাবীর।
আল্লাহ সর্বশ্রেষ্ঠ স্রষ্টা। প্রকান্ড তাঁর সৃষ্টি। এই বৃহৎকে বুঝবার সাধনাই জীবনের সর্বশ্রেষ্ঠ সাধনা। এজন্য চাই সে মুক্ত ও বিরাট জীবন।
তুমি সুন্দর তাই চেয়ে থাকি প্রিয়, সে কি মোর অপরাধ? চাঁদেরে হেরিয়া কাঁদে চকোরিণী বলে না তো কিছু চাঁদ। - কাজী নজরুল ইসলাম
খেলে চঞ্চলা বরষা-বালিকা মেঘের এলোকেশে ওড়ে পুবালি বায় দোলে গলায় বলাকার মালিকা। - কাজী নজরুল ইসলাম
আবার গাঙে আসবে জোয়ার, দুলবে তরী রঙ্গে,সেই তরীতে হয়ত কেহ থাকবে তোমার সঙ্গে- দুলবে তরী রঙ্গে, প’ড়বে মনে সে কোন্ রাতে এক তরীতে ছিলেম সাথে,এমনি গাঙ ছিল জোয়ার, নদীর দু’ধার এমনি আঁধার তেমনি তরী ছুটবে-বুঝবে সেদিন বুঝবে! - কাজী নজরুল ইসলাম
আসবে আবার আশিন-হাওয়া, শিশির-ছেঁচা রাত্রি, থাকবে সবাই - থাকবে না এই মরণ-পথের যাত্রী! আসবে শিশির-রাত্রি!থাকবে পাশে বন্ধু স্বজন, থাকবে রাতে বাহুর বাঁধন, বঁধুর বুকের পরশনে আমার পরশ আনবে মনে- বিষিয়ে ও-বুক উঠবে- বুঝবে সেদিন বুঝবে! - কাজী নজরুল ইসলাম
আবার গাঙে আসবে জোয়ার, দুলবে তরী রঙ্গে,সেই তরীতে হয়ত কেহ থাকবে তোমার সঙ্গে-দুলবে তরী রঙ্গে,প’ড়বে মনে সে কোন্ রাতে এক তরীতে ছিলেম সাথে,এমনি গাঙ ছিল জোয়ার,নদীর দু’ধার এমনি আঁধার তেমনি তরী ছুটবে-বুঝবে সেদিন বুঝবে ! - কাজী নজরুল ইসলাম
নদীতে নুড়ি থাকে, এক ফোঁটা জল সে পায় না। কারণ তার অন্তর শূণ্য নয়। এমন করে আমাদের অন্তর মুক্ত করে, বৃহৎকে জীবনে বরণ করে আনতে হবে।